পাতিয়ালা পেগ! ৬০ নয়, ১২০ এমএল মদ একেবারে! কেন এমন নাম হল জানেন?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Patiala peg: অনেকে বলেন, পাতিয়ালা পেগ লার্জ পেগ-এর থেকেও বড় হয়। ফলে অনেকে এত বেশি পরিমাণ অ্যালকোহল একেবারে পান করতে পারেন না। তাই এই পেগ কিন্তু সবার জন্য নয়।এত বেশি অ্যালকোহল একেবারে পান করলে শরীর খারাপও হতে পারে।
advertisement
1/6

যাঁরা মদ্যপান করেন, তাঁরা নিশ্চয়ই শুনেছেন পাতিয়ালা পেগের কথা। কিন্তু কেন একটি শহরের নামে হয়েছিল এমন পেগের নাম! তা হয়তো অনেকেরই অজানা! আজ সেই উত্তরই দেব আমরা।
advertisement
2/6
পাতিয়ালা পেগের কথা অনেকেই নিশ্চয়ই শুনেছেন! এই পেগ নিয়ে অনেক হিন্দি ও পঞ্জাবি গানও তৈরি হয়েছে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, কেন একে পাতিয়ালা পেগ বলা হয়! কেন চণ্ডীগড়, ভাথিন্ডা, জয়পুর, দিল্লি, কলকাতা পেগ বলা হয় না!
advertisement
3/6
অনেকে বলেন, পাতিয়ালা পেগ লার্জ পেগ-এর থেকেও বড় হয়। ফলে অনেকে এত বেশি পরিমাণ অ্যালকোহল একেবারে পান করতে পারেন না। তাই এই পেগ কিন্তু সবার জন্য নয়।
advertisement
4/6
পাতিয়ালা পেগে ১২০ এমএল মতো মদ ঢালা হয়। অর্থাৎ একটি পাতিয়ালা পেগ হিসেব মতো ২টি লার্জ পেগের সমান।
advertisement
5/6
পাতিয়ালার রাজা ভূপিন্দর সিংয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে এই পেগের। ১৯০০ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত পাতিয়ালার রাজা ছিলেন তিনি। অনেকে বলেন, রাজা ভূপিন্দর সিং নিজের রোলস রয়েসে শহরের আবর্জনা বোঝাই করেছিলেন একবার।
advertisement
6/6
ভূপিন্দর সিংয়ের একটি বিশেষ পোলো দল ছিল। সেই দলে 8 জন শিখ ছিলেন। একবার তিনি আইরিশ দলকে খেলার জন্য আমন্ত্রণ জানান। খেলার আগে অ্যালকোহল দেওয়া হয়েছিল আইরিশ খেলোয়াড়দের। তাঁরাও বিদেশী দল হিসেবে ক্ষমতা প্রদর্শন করতে বেশি করে মদ্যপান শুরু করেন। বেশি মদ্যপানের কারণে বিদেশি দলের কেউই ভাল খেলতে পারেনি। বিদেশিরা অভিযোগ করে, পেগ বড় দেওয়া হয়েছিল। রাজা ভূপিন্দর সিং জবাবে বলেছিলেন, পাতিয়ালায় পেগ বড়ই হয়।