Dubai Gold Price: দুবাইতে নাকি সোনা পাওয়া যায় জলের দরে! সত্যি? ভারতের থেকে সে দেশে দামের পার্থক্য কত? মরুরাজ্যে সোনা সস্তা কেন?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
India vs Dubai Gold Price: কিছুদিন আগেই বেঙ্গালুরু বিমানবন্দরে ১৪.২ কেজি সোনা-সহ গ্রেফতার হন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। আর এরপর থেকেই দুবাই ও ভারতের মধ্যে সোনার চোরাচালান এবং দামের পার্থক্য নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
advertisement
1/8

কিছুদিন আগেই বেঙ্গালুরু বিমানবন্দরে ১৪.২ কেজি সোনা-সহ গ্রেফতার হন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। আর এরপর থেকেই দুবাই ও ভারতের মধ্যে সোনার চোরাচালান এবং দামের পার্থক্য নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। (প্রতীকী ছবি)
advertisement
2/8
প্রশ্ন উঠেছে,ভারতের থেকে দুবাইয়ে কি সত্যি সোনা সস্তা ? এই সোনা সস্তা হওয়ার পিছনে আসল কারণটাই বা কী?তথ্য ঘাঁটলে দেখা যাবে, ভারতের তুলনায় দুবাইয়ে সোনার দাম অনেকটাই কম। দীর্ঘদিন ধরেই সোনা ব্যবসার কেন্দ্রবিন্দু আরবের এই দেশ। ভারতের তুলনায় সেখানে সস্তায় মেলে মূল্যবান এই হলুদ ধাতু। কিন্তু এর পিছনে কারণ কী? (প্রতীকী ছবি)
advertisement
3/8
প্রথমত, দুবাইয়ে সোনা কেনার উপর কোনও কর আরোপ করা হয় না, ফলে স্বাভাবিকভাবেই ক্রেতারা অতিরিক্ত শুল্ক ছাড়াই বাজার দরে সোনা কিনতে পারেন। যেখানে দেশের বাণিজ্য নগরী মুম্বইতে ১০ মার্চ ২০২৫ সালে ১০ গ্রাম সোনার দাম প্রায় ৮৭ হাজার টাকা। সেই একই পরিমাণ সোনা দুবাইতে পাওয়া যায় ৮১ হাজার টাকায়। (প্রতীকী ছবি)
advertisement
4/8
দুবাইতে সোনার উপর আমদানি শুল্ক আরোপ করা হয় না, যার ফলে গ্রাহকদের সামগ্রিক খরচ অনেকটাই কমে যায়। এর থেকেও বড় কথা হল, দুবাইয়ের সোনার বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক। সেখানে অসংখ্য ডিলার ক্রেতাদের আকৃষ্ট করার জন্য আকর্ষণীয় হারে সোনা বিক্রি করে থাকেন। সাধারণ মানুষ সেই সুযোগের পূর্ণ ফায়দা নেন। (প্রতীকী ছবি)
advertisement
5/8
এই প্রসঙ্গে এক সংবাদ সংস্থা সূত্রে খবর, অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় সোনা আমদানিতে ভারত সরকার নানাবিধ শুল্ক আরোপ করে। ফলে ভারতে সোনা আনতে গেলে শুল্ক দিয়ে তবেই তা আনা যায়। (প্রতীকী ছবি)
advertisement
6/8
সংবাদ সংস্থা সূত্রে আরও খবর, চোরাচালান রোধ, বৈধ আমদানি বৃদ্ধি করা এবং গ্রাহকদের কথা মাথায় রেখে ২০২৪ সালের জুলাই মাসে সোনা আমদানির উপর শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে প্রায় ৬ শতাংশ করা হয়েছিল। (প্রতীকী ছবি)
advertisement
7/8
এক্ষেত্রে অনেকেই মনে করেন, দুবাইয়ে সোনা সস্তা, তাই সহজেই কিনে আনা যাবে দেশে। কিন্তু দুবাইয়ে সোনা কিনলেও, ভারতে তা নিয়ে আসার জন্য বেশকিছু বিধিনিষেধ রয়েছে । তা না মানলেই পড়তে হতে পারে শাস্তির মুখে। (প্রতীকী ছবি)
advertisement
8/8
পুরুষ এবং মহিলা যাত্রীরা বিদেশ থেকে কত পরিমাণ সোনা বিমানে দেশে আনতে পারবেন, তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। এর ব্যতিরেকে সোনা নিয়ে এলে তা শুল্ক আধিকারিকরা বাজেয়াপ্ত করতে পারেন এবং ব্যক্তিদের গ্রেফতার করতে পারেন। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Dubai Gold Price: দুবাইতে নাকি সোনা পাওয়া যায় জলের দরে! সত্যি? ভারতের থেকে সে দেশে দামের পার্থক্য কত? মরুরাজ্যে সোনা সস্তা কেন?