Why Dogs Chase Bikes: সাইকেল, বাইকের পিছনে কুকুর কেন তাড়া করে, জানুন এর নেপথ্যে বৈজ্ঞানিক কারণ
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Why Dogs Chase Bikes: আমাদের সামনে এমন ঘটনা আমরা মাঝমধ্যেই দেখতে পাই যে পথকুকুর কোনও কারণ ছাড়া সাইকেল, বাইক কিংবা কোনও গাড়ির পিছনে ধাওয়া করছে।
advertisement
1/8

নয়া দিল্লি: অনেক সময় দেখা যায়, সাইকেল কিংবা বাইকের পিছনে কুকুর তাড়া করছে। এতে অনেকেই ভয় পেয়ে যান। (প্রতীকী ছবি)
advertisement
2/8
আমাদের সামনে এমন ঘটনা আমরা মাঝমধ্যেই দেখতে পাই যে, পথকুকুর কোনও কারণ ছাড়া সাইকেল, বাইক কিংবা কোনও গাড়ির পিছনে ধাওয়া করছে। (প্রতীকী ছবি)
advertisement
3/8
জেনে রাখা প্রয়োজন যে কুকুরের শত্রুতা আপনার সঙ্গে নয়। বরং আপনার গাড়িতে গন্ধের জেরে কুকুরটি তাড়া করছে। (প্রতীকী ছবি)
advertisement
4/8
কুকুরের ঘ্রাণশক্তি সাধারণত খুব প্রখর হয়। কুকুরদের মধ্যে স্বভাব রয়েছে টায়ারের বা সাইকেলের চাকায় প্রস্রাব করে দেয়। (প্রতীকী ছবি)
advertisement
5/8
এবার সেই সাইকেল কিংবা গাড়ি যখন আমরা চালিয়ে নিয়ে যাই, তখন অন্য পাড়ার কুকুর সেই প্রস্রাবের গন্ধ পেয়ে যায়।(প্রতীকী ছবি)
advertisement
6/8
আর সেই প্রস্ত্রাবের গন্ধেই কুকুরটি তাড়া করে। সেই সময়ে অনেকেই ভাবেন আদতে আপনাকে কুকুর তাড়া করেছে। কিন্তু আদতে এমনটা হয় না। (প্রতীকী ছবি)
advertisement
7/8
অনেকেই এমন সময় নার্ভাস হয়ে যান, গাড়ি বা সাইকেল আরও জোরে চালাতে শুরু করে দেন। ফলে কুকুরগুলিও পিছু ধাওয়া করতে থাকে। (প্রতীকী ছবি)
advertisement
8/8
সাধারণত এরম সমস্যায় কম বেশি সকলেই ভোগেন। বিশেষজ্ঞদের দাবি, এই সময়ে নার্ভাস না হওয়াই বুদ্ধিমানের পরিচয় দেওয়া হবে।(প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Why Dogs Chase Bikes: সাইকেল, বাইকের পিছনে কুকুর কেন তাড়া করে, জানুন এর নেপথ্যে বৈজ্ঞানিক কারণ