বাজারে কেন বেশিরভাগ ১০ টাকার নোট ছেঁড়া, নোংরা? জানা গেল 'বড়' কারণ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
10 rupees currency unavailable: ভারতে নোট ছাপানোর ভার রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক নোট প্রিন্ট প্রাইভেট লিমিটেড এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়ার উপর। ২০১৯-২০ অর্থবর্ষে ১৪৭ কোটি ১০ টাকার নোট ছাপানো হয়েছিল।
advertisement
1/7

হয় ছেঁড়া-ফাটা, না হলে ময়লা! বাজারে বেশিরভাগ ১০ টাকার নোটের অবস্থা একেবারেই ভাল নয়।
advertisement
2/7
১০ টাকার নোটের অবস্থা এতটাই খারাপ যে পকেটে ঢোকাতে গেলেই ছিঁড়ে যাওয়ার জোগাড়। অনেকেই ভেবে পাচ্ছেন না, দশ টাকার নোটের এমন করুণ অবস্থা কেন! কেনই বা বাজারে ১০ টাকার নোট সেভাবে পাওয়া যাচ্ছে না!
advertisement
3/7
জানা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক ১০ টাকার নোট ছাপানোয় রাশ টেনেছে। ফলে নতুন নোট আর বাজারে আসছে না। পুরনো নোটই ভরসা।
advertisement
4/7
বাকি সব টাকার নোট থাকলেও ১০ টাকার নোটের বাজারে জোগান নেই। ফলে পুরনো নোটগুলি হাত ঘুরতে ঘুরতে ছেঁড়া-ফাটা হয়ে গিয়েছে।
advertisement
5/7
ভারতে নোট ছাপানোর ভার রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক নোট প্রিন্ট প্রাইভেট লিমিটেড এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়ার উপর। ২০১৯-২০ অর্থবর্ষে ১৪৭ কোটি ১০ টাকার নোট ছাপানো হয়েছিল। তার পরের অর্থবর্ষে মাত্র ১২৮ কোটি ৪০ লক্ষ। ২০২১-২২ অর্থবর্ষে ৭৫ কোটি ১০ টাকার নোট ছাপানো হয়। ক্রমে ১০ টাকার নোটের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে।
advertisement
6/7
করোনার পর রিজার্ভ ব্যাঙ্ক ‘ক্লিন মানি’ প্রকল্প নেয়। তাতেও ছেঁড়া-ফাটা পুরনো নোট বাতিল হয়।
advertisement
7/7
মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০ টাকার নোটের থেকে ১০ টাকার নোট তৈরিতে রিজার্ভ ব্যাঙ্কের বেশি খরচ হয়। সেটাও একটা কারণ বাজারে নতুন ১০ টাকার নোট না আসার পিছনে।