TRENDING:

Who is Harsha Richhariya: মহাকুম্ভের আসরে তাঁকে দেখে হইচই পড়ে গিয়েছে ! কে এই হর্ষা? সত্যিকারের সাধ্বী না অন্য কেউ

Last Updated:
তাঁর ছবি আর ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কে এই সাধ্বী? কী তাঁর পরিচয়? জানা গিয়েছে, তরুণীর নাম হর্ষা রিছাড়িয়া।
advertisement
1/7
মহাকুম্ভের আসরে তাঁকে দেখে হইচই পড়ে গিয়েছে ! কে এই হর্ষা? সত্যিকারের সাধ্বী ?
হর্ষাকে মহাকুম্ভের আসরে দেখে এখন হইচই পড়ে গিয়েছে। তাঁর অনুরাগীদের দাবি, সত্যিই জাগতিক মোহমায়া ছেড়ে শান্তির খোঁজে আধ্যাত্মিকতার পথে পা বাড়িয়েছেন তিনি। যদিও নেটিজেনদের একাংশের মতে, পুরোটাই ‘লোক দেখানো’। নিজের অনুরাগীদের সংখ্যা আরও বাড়াতেই তিনি ‘সাধ্বী সেজে’ মহাকুম্ভের মেলায় ঘুরছেন।
advertisement
2/7
তাঁর ছবি আর ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কে এই সাধ্বী? কী তাঁর পরিচয়? জানা গিয়েছে, তরুণীর নাম হর্ষা রিছাড়িয়া (Harsha Richhariya)। তিনি আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাশানন্দগিরিজি মহারাজের শিষ্যা। দু’বছর আগে সাধ্বী হয়েছেন।
advertisement
3/7
তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘেঁটে দেখা যাচ্ছে, হর্ষা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। হর্ষার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। সেখানে লেখা ‘অ্যাঙ্কর হর্ষা রিছাড়িয়া’। (Photo: Instagram)
advertisement
4/7
তিনি সত্যিই সন্ন্যাসিনীর জীবন গ্রহণ করেছেন বা না করুন, তাঁর সৌন্দর্যে মজেছেন অনেকেই। তাঁকে নিয়ে কৌতূহলও তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। (Photo: Instagram)
advertisement
5/7
হর্ষার বাড়ি উত্তরাখণ্ডে। অতীতে অ্যাঙ্কর হিসাবে কাজ করতেন। পরিচয় দিতেন ‘অ্যাঙ্কর হর্ষা’ নামে। সমাজমাধ্যমে নিয়মিত সঞ্চালনার ছবি-ভিডিও পোস্ট করতেন। (Photo: Instagram)
advertisement
6/7
ইনস্টাগ্রামে হর্ষার ফলোয়ারের সংখ্যা প্রায় ১০ লক্ষ। গত কয়েক বছরে দু’হাজারের বেশি পোস্ট তিনি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন। তবে বছর দুয়েক আগে সন্ন্যাসিনীর জীবন বেছে নেন হর্ষা। আচার্য মহামণ্ডলেশ্বরের কাছে দীক্ষা নিয়ে সাধ্বী হন তিনি। (Photo: Instagram)
advertisement
7/7
তার পর থেকে হর্ষা নিজের পরিচয় দেন ‘সমাজকর্মী এবং হিন্দু সনাতনী সিংহী’ হিসাবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Who is Harsha Richhariya: মহাকুম্ভের আসরে তাঁকে দেখে হইচই পড়ে গিয়েছে ! কে এই হর্ষা? সত্যিকারের সাধ্বী না অন্য কেউ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল