TRENDING:

Snake Alert at Monsoon: কার্বলিক অ্যাসিড নয়, সাপের যম 'এটি'...! দূর থেকে গন্ধ পেলেই লেজ গুটিয়ে পালাবে সাপ, ভয়ে ঘরে ঢুকবে না বর্ষাতেও

Last Updated:
Snake Alert at Monsoon: বর্ষাকাল এলেই পোকামাকড়ের বিপদ বেড়ে যায়। এবং সবচাইতে বেশি সাপের উপদ্রব বাড়ে৷ তবে এমন কিছু জিনিস আছে যার গন্ধে সাপ পালিয়ে যায়। বর্ষা আসার আগে জেনে নিন এগুলি কী৷
advertisement
1/9
কার্বলিক অ্যাসিড নয়, সাপের যম 'এটি'! দূর থেকে গন্ধ পেলেই লেজ গুটিয়ে পালাবে সাপ
বর্ষাকাল এলেই পোকামাকড়ের বিপদ বেড়ে যায়। এবং সবচাইতে বেশি সাপের উপদ্রব বাড়ে৷ তবে এমন কিছু জিনিস আছে যার গন্ধে সাপ পালিয়ে যায়। বর্ষা আসার আগে জেনে নিন এগুলি কী৷
advertisement
2/9
প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে মানুষ বর্ষাকালকে খুব পছন্দ করে। তবে স্বস্তির পাশাপাশি এই ঋতু অনেক সমস্যাও নিয়ে আসে। এটি শুধু জলবাহিত রোগ, খাদ্যে বিষক্রিয়া, সংক্রমণের ঝুঁকি বাড়ায় না বরং অতি বিপজ্জনক প্রাণী যেমন সাপের উপদ্রবও বেড়ে যায়। জেনে নিন বর্ষাকালে সাপ ও পোকামাকড়কে বাড়ি থেকে দূরে রাখার ১০টি উপায়।
advertisement
3/9
আপনি যদি নিচের তলায় থাকেন বা আপনার বাড়ির পাশে জঙ্গল বা, পার্ক ইত্যাদির কাছাকাছি হয় তাহলে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। বৃষ্টি হলে দরজা-জানালা বন্ধ রাখতে হবে।
advertisement
4/9
মানুষের মধ্যে সাপের আতঙ্ক বর্ষা এলেই বেড়ে যায়। সবাই সাপ থেকে দূরে থাকতে চায়, কিন্তু কীভাবে সাপকে নিরাপদে তাড়ানো যায়? এমন কিছু আছে যার গন্ধে সাপ পালাতে পারে?
advertisement
5/9
সাপ তাড়াতে নিমের তেল ব্যবহার করতে পারেন। আপনি যদি জলের মধ্যে নিমের তেল মিশিয়ে সারা ঘরে প্রতিদিন স্প্রে করেন তবে আপনি পোকা থেকেও মুক্তি পাবেন। বাড়ির বাগানেও এই জল স্প্রে করতে থাকুন।
advertisement
6/9
আপনার ঘর থেকে সাপ বা অন্যান্য পোকামাকড় দূরে রাখতে আপনি ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন। বাইরে এবং বাগানে স্প্রে করুন। এই জল দিয়ে ঘর পরিষ্কার করতে পারেন।
advertisement
7/9
দারুচিনি গুঁড়ো, সাদা ভিনিগার বা লেবুর রস মিশিয়ে বাড়ির বাইরে স্প্রে করতে পারেন। যেসব জায়গায় সাপ আসার সম্ভাবনা বেশি, সেসব জায়গায় নিয়মিত স্প্রে করুন।
advertisement
8/9
ঘর থেকে সাপকে দূরে রাখতে জানালা ও দরজায় পেঁয়াজ ও রসুনের পেস্ট লাগিয়ে রাখুন। এর গন্ধ পেলেই সাপও পালিয়ে যায়। আপনার বাড়ির বাগানে রসুন এবং পেঁয়াজ রোপণ করাও উপকারী হবে।
advertisement
9/9
এছাড়া সাপও কিছু গাছপালাকে ভয় পায়, যা দেখলেই তারা পালিয়ে যায়। ক্যাকটাস, স্নেক প্ল্যান্ট, তুলসী গাছ, লেমন গ্রাস ইত্যাদি বর্ষাকালে বাড়িতে থাকা ভাল। বাড়ির প্রধান দরজায় এবং জানালার কাছে এই গাছগুলি লাগান। এই গাছের গন্ধে সাপ আসবে না ঘরে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake Alert at Monsoon: কার্বলিক অ্যাসিড নয়, সাপের যম 'এটি'...! দূর থেকে গন্ধ পেলেই লেজ গুটিয়ে পালাবে সাপ, ভয়ে ঘরে ঢুকবে না বর্ষাতেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল