আপনার প্রিয় রঙ কী? তাতেই বোঝা যাবে আপনি কেমন মানুষ! রঙেই বোঝা যায় মন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Colors in astrology- রঙ মানুষের জীবনে কি সত্যিই কোনও প্রভাব ফেলে? এই প্রশ্ন হয়তো অনেকের মনেই আছে। জ্যেতিষশাস্ত্র বলছে, রঙের গুরুত্ব আছে। কার কোন রঙ পছন্দ, তার উপর নির্ভর করে সেই ব্যক্তি কেমন মানুষ , তা বিচার করা যায়।
advertisement
1/10

রঙ মানুষের জীবনে কি সত্যিই কোনও প্রভাব ফেলে? এই প্রশ্ন হয়তো অনেকের মনেই আছে। জ্যেতিষশাস্ত্র বলছে, রঙের গুরুত্ব আছে। কার কোন রঙ পছন্দ, তার উপর নির্ভর করে সেই ব্যক্তি কেমন মানুষ , তা বিচার করা যায়।
advertisement
2/10
আপনার প্রিয় রঙ যদি নীল হয়, তা হলে আপনি সংবেদনশীল, আবেগপ্রবণ মানুষ। আপনি নিজস্ব চিন্তাভাবনা নিয়ে বাঁচতে ভালবাসেন। আপনি ধীর-স্থির। আর অন্যের উপর খুব বেশি নির্ভর করেন না।
advertisement
3/10
আপনার প্রিয় রঙ যদি লাল হয়, তা হলে আপনি যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতা রাখেন। আপনি সাহসী পদক্ষেপে ভয় পান না। ঝুঁকি নিতে পারেন। আপনার ব্যক্তিত্ব অন্যদের আকৃষ্ট করে।
advertisement
4/10
আপনার প্রিয় রঙ যদি সবুজ হয়, তা হলে আপনি যে কোনও কাজে ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে পারেন। সবুজ রঙ প্রকৃতির। এই রঙ যাঁদের প্রিয় তাঁরা উদার মানসিকতা বজায় রাখেন। সব সময় হাসিমুখে মানুষের সঙ্গে মেশেন। পরিস্থিতি যা-ই হোক, আপনি চ্যালেঞ্জের মুখে মাথা ঠাণ্ডা রাখতে পারেন।
advertisement
5/10
আপনার প্রিয় রঙ যদি হলুদ হয়, তা হলে আপনি আশাবাদী ও সৃজনশীল একজন। নতুন কোনও কিছুকে আপনি সব সময় স্বাগত জানাতে পারেন। একঘেয়ে কোনও কাজে আপনার সায় থাকে না।
advertisement
6/10
আপনার প্রিয় রঙ যদি সাদা হয়, তা হলে আপনি যুক্তিবাদী ও চিন্তাশীল। যে কোনও কাজ ধীরগতিতে করতে ভালবাসেন। আপনি শৃঙ্খলাপরায়ণ। আপনি পরিচ্ছন্নতা পছন্দ করেন। আপনি স্বাধীনচেতা। আপনার শান্ত স্বভাব অন্যদের কাছে দৃষ্টান্ত।
advertisement
7/10
আপনার প্রিয় রঙ যদি বেগুনি হয়, তা হলে আপনি কখনওই ঝাঁকের কই হতে পছন্দ করেন না। বরং কোনও কাজ একার ক্ষমতায় করতে ভালবাসেন। আপনি অকারণে কাউকে নিজের ছাঁতে ফেলতে পছন্দ করেন না। কারও বিষয়ে খুব বেশি মাথা গলান না।
advertisement
8/10
আপনার প্রিয় রঙ যদি কালো হয়, তা হলে আপনার চিন্তাভাবনায় গভীরতা রয়েছে। আপনার সহ্য ক্ষমতা অন্যদের থেকে বেশি। আপনার লড়াই করার ক্ষমতা রয়েছে। আপনার ব্যক্তিত্ব অনন্য। আপনি অন্যদের থেকে সম্মান আদায় করে নিতে জানেন।
advertisement
9/10
আপনার প্রিয় রঙ গেরুয়া হলে আপনার মানসিক শক্তি অনেক বেশি। আপনি সব সময় প্রাণবন্ত থাকতে ভালবাসেন।
advertisement
10/10
আপনার প্রিয় রঙ গোলাপী হলে বুঝতে হবে আপনি সহানুভূতিশীল ও কোমল হৃদয়ের মানুষ। আপনি যে কোনও কাজ যত্ন নিয়ে করতে ভালবাসেন। আপনি দুঃস্থদের প্রতি সব সময় সহানুভূতি দেখান।