Wedding Viral: ছাদনাতলায় যাওয়ার আগেই বরের কীর্তিতে মেগা ট্যুইস্ট! বিয়েবাড়ির এই বড় ঘটনায় তুলকালাম, সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Wedding Viral: এক ব্যক্তি তার বিয়ের কার্ড এমনভাবে ডিজাইন করেছেন যে তা এখন নেটদুনিয়ায় তুমুল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
advertisement
1/6

বিয়ের মরসুম চলছে দেশজুড়ে। অনেকেই নিজেদের বা পরিবারে অনুষ্ঠিত বিবাহকে স্মরণীয় করে তুলতে অনেক আগে থেকেই প্রস্তুতি নেন। আজকাল প্রি-ওয়েডিং ফটো শুট থেকে বিয়ের গ্রান্ড অনুষ্ঠান নিয়ে কোনওরকম কসুর ছাড়েন না বর-কনে।
advertisement
2/6
বিয়েতে কিছু চমকপ্রদ করতে পাত্র-পাত্রী উভয় পক্ষেই নেওয়া হয় নানা রকম প্রস্তুতি। এবার বিয়েতে এই রকম কিছু করতে গিয়ে এক ব্যক্তি তার বিয়ের কার্ড এমনভাবে ডিজাইন করেছেন যে তা এখন নেটদুনিয়ায় তুমুল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারি এই কর্মী তাঁর বিয়ের কার্ডে দিয়েছে সরকারি প্রকল্পের আভাস। আর তাতেই তাঁর বিয়ের কার্ডটি হয়ে উঠেছে অভিনব।
advertisement
3/6
ছত্তিশগড়ের যশপুরের বাসিন্দা এই ব্যক্তি। আধার কার্ডের আদলে বিয়ের কার্ড তৈরি হয়েছে এই ব্যক্তির। একনজরে কার্ডটি দেখলে যে কেউ বিভ্রান্ত হয়ে যাবেন এই ভেবে যে এটা কারও বিয়ের কার্ড নাকি আধার কার্ডের কপি? কার্ডটি ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। সবাই বরের সৃজনশীলতার প্রশংসা করছেন এই বিয়ের কার্ড দেখে।
advertisement
4/6
জানা গিয়েছে ওই ব্যক্তি যশপুর জেলার আঙ্কিরা গ্রামের বাসিন্দা। তাঁর বিবাহ সংক্রান্ত যাবতীয় বিষয় ওই নিমন্ত্রণপত্র লেখা রয়েছে। শুধু তাই নয়, আধার নম্বরের জায়গায় বিয়ের তারিখ ও বারকোডও দেওয়া হয়েছে এই কার্ডে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন কার্ডে লোহিত সিংয়ের বিয়ের তথ্যও দেওয়া হয়েছে। তিনি গ্রামেই একটি জনসেবা কেন্দ্র চালান।
advertisement
5/6
লোহিত সিং নামের এই ব্যক্তি শুধুমাত্র মানুষের আধার কার্ড তৈরি করেন। ইন্টারনেট, মুদ্রণ, ফটোকপি এবং বিয়ের কার্ডও তাঁর কাছে ছাপানো হয়। তবে লোহিত এই কার্ডটি মানুষের বাড়িতে বিতরণ করার জন্য তৈরি করেননি, শুধুমাত্র ডিজিটাল আমন্ত্রণ জানানোর জন্যই শুধুমাত্র বানিয়েছেন তিনি।
advertisement
6/6
বিয়ের মরশুমে এর আগেও কিছু বিয়ের কার্ড শিরোনামে এসেছে। এর মধ্যে একটি কার্ডে কৃষকদের আন্দোলন সংক্রান্ত দাবি লেখা ছিল। এরকমই অন্য একটি কার্ডে অতিথিদের সামাজিক দূরত্ব মেনে চলার আবেদন জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় দারুণ চর্চা শুরু হয় এই কার্ডগুলি নিয়েও। হয় তুমুল ভাইরাল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Wedding Viral: ছাদনাতলায় যাওয়ার আগেই বরের কীর্তিতে মেগা ট্যুইস্ট! বিয়েবাড়ির এই বড় ঘটনায় তুলকালাম, সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে...