Water: মাটিতে নয়, বরং বহু উঁচুতে বানানো হয় জলের ট্যাঙ্ক! কেন? বিশেষ এই কারণটি জানলে মাথায় হাত পড়বে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Water: প্রায় প্রতিটি এলাকাতেই একটি করে জলের ট্যাঙ্ক থাকে। বিরাট উঁচু সিমেন্টের স্তম্ভ তৈরি হয়। তারপর তার অনেক উঁচুতে গোলাকার কংক্রিটের জলের ট্যাঙ্ক থাকে।
advertisement
1/7

নানা এলাকায় রীতিমতো ল্যান্ড মার্ক হিসেবে ব্যবহৃত হয় জলের ট্যাঙ্ক। বিভিন্ন এলাকায় জল সরবরাহের জন্য অনেক উঁচু সিমেন্টের স্তম্ভের ওপর থাকে কংক্রিটের জলের ট্যাঙ্ক। কেন এত উপরে বানানো হয় জলের ট্যাঙ্ক? জানেন কি?
advertisement
2/7
প্রায় প্রতিটি এলাকাতেই একটি করে জলের ট্যাঙ্ক থাকে। বিরাট উঁচু সিমেন্টের স্তম্ভ তৈরি হয়। তারপর তার অনেক উঁচুতে গোলাকার কংক্রিটের জলের ট্যাঙ্ক থাকে।
advertisement
3/7
একেক ধরনের ট্যাঙ্কের জল ধারণের ক্ষমতা একেক রকম হয়। গোটা এলাকাকে ওই ট্যাঙ্কের ওপরই ভরসা করে থাকে জলের জন্য।
advertisement
4/7
কিন্তু এত বড় সিমেন্টের স্তম্ভ তৈরি করে অত উঁচুতে জলের ট্যাঙ্ক না বানিয়ে মাটিতে বানালেই তো ভাল হত! কেন এত খরচ করে অত উঁচুতে বানানো হয় জলের ট্যাঙ্ক? যদি এমন প্রশ্ন আপনার মাথায় ভিড় করে থাকে, তাহলে জেনে রাখুন এর পিছনে কিন্তু নির্দিষ্ট কারণ রয়েছে।
advertisement
5/7
জলের ট্যাঙ্কের কাজ হল ঠিকভাবে এলাকার সব কলে জল পৌঁছে দেওয়া। আর সেই কাজের জন্যই মাধ্যাকর্ষণের টানকে কাজে লাগানো হয়। জল যত উপর থেকে নামবে ততই তার চাপ বেশি থাকবে। আর জলের চাপ ভাল থাকলে তা বিভিন্ন নলে পর্যাপ্ত পরিমাণে জল পৌঁছে দিতে পারবে।
advertisement
6/7
বিজ্ঞানে বলা হয় পোটেনশিয়াল এনার্জি অনেকটাই নির্ভর করে উচ্চতার ওপর। সেই পদ্ধতিকেই কাজে লাগানো হয়। এর ফলে ট্যাঙ্ক থেকে এলাকার বিভিন্ন নলে জল পৌঁছে দেওয়ার জন্য আলাদা করে কোনও কিছুর প্রয়োগ দরকার পড়ে না। নিছক প্রাকৃতিক কারণকে কাজে লাগিয়েই উচ্চতার ভরসায় জলের প্রবাহে যথেষ্ট চাপ তৈরি করা হয়।
advertisement
7/7
কিন্তু জলের ট্যাঙ্ক মাটিতে বানালে এই সুবিধা কোনওভাবেই পাওয়া যেত না। তখন একটি শক্তিশালী পাম্প দিয়ে জল সরবরাহ করতে হত। কিন্তু এখন প্রাকৃতিক কারণকেই কাজে লাগিয়ে সেই কাজটি করা হয়ে থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Water: মাটিতে নয়, বরং বহু উঁচুতে বানানো হয় জলের ট্যাঙ্ক! কেন? বিশেষ এই কারণটি জানলে মাথায় হাত পড়বে