TRENDING:

Vastu tips: ঘরের দক্ষিণে ঘড়ি টাঙিয়েছেন? সর্বনাশ! জেনে নিন, ঘরের কোন দিকে ঘড়ি রাখলে টাকা-যশ-প্রতিপত্তি আসে

Last Updated:
বাড়ির কোনদিকে ঘড়ি রাখলে বিপদ ধেয়ে আসে? কোনদিকে ঘড়ি রাখা শুভ? পড়ুন
advertisement
1/5
ঘরের দক্ষিণে ঘড়ি টাঙিয়েছেন? সর্বনাশ! জেনে নিন, ঘরের কোন দিকে ঘড়ি রাখা শুভ
প্রত্যেকের বাড়িতেই দেওয়াল ঘড়ি থাকে। তবে বাড়ির সুখ-শান্তি বজায় রাখতে বাস্তুশাস্ত্র মেনে ঘড়ি রাখা উচিত।
advertisement
2/5
ভাঙা বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি বাড়ি ও পরিবারের সদস্যদের জীবনে নানা সমস্যা ডেকে আনে । এমন ঘড়ি ফেলে দেওয়া উচিত।
advertisement
3/5
বাস্তু অনুযায়ী পূর্ব, পশ্চিম বা উত্তরের দেওয়ালে ঘড়ি লাগানো উচিত। এর ফলে কোনও ধরণের বাধা-বিপত্তি ছাড়াই কাজ সম্পূর্ণ হয়।
advertisement
4/5
দক্ষিণ দিকে কখনও ঘড়ি রাখবেন না। দক্ষিণ দিককে যমের দিক বলা হয়। অফিসের দক্ষিণ দিকে ঘড়ি লাগানে, কোনও কাজই পুরো হয় না।
advertisement
5/5
বাস্তু মতে, ঘরে সবসময় গোলাকার আকৃতির ঘড়ি লাগানো উচিত। বাড়ির মূল দরজার উপরে কখনওই ঘড়ি রাখবেন না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Vastu tips: ঘরের দক্ষিণে ঘড়ি টাঙিয়েছেন? সর্বনাশ! জেনে নিন, ঘরের কোন দিকে ঘড়ি রাখলে টাকা-যশ-প্রতিপত্তি আসে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল