বন্দে ভারতে 'দুমাদ্দুম' শব্দ! ঝনঝন ভেঙে পড়ল সি-৬ বগির কাচ...চলন্ত ট্রেনে মারাত্মক উদ্বেগ! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
- Published by:Tias Banerjee
Last Updated:
Vande Bharat Train: ফের বন্দে ভারত এক্সপ্রেসকে নিশানা! দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা! রেল পুলিশ সূত্রে খবর, কে বা কারা এই হামলার পিছনে, তা জানার চেষ্টা চলছে। তদন্তে নেমেছে RPF।
advertisement
1/10

ভারতীয় রেলের অন্যতম বিলাসবহুল এবং দ্রুততম গতি সম্পন্ন ট্রেন বন্দে ভারত। এই ট্রেনে উঠলে যাত্রীরা অন্তত নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন না। আনন্দের সঙ্গে সফর করেন আহার ও ঘুম সহযোগে। কিন্তু মঙ্গলবার সেই বন্দে ভারতেই হল এমন এক ঘটনা যে যাত্রীরা কল্পনাও করতে পারেননি।
advertisement
2/10
ছুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস, ঠিক তখনই তার গতির মাঝে ছায়ার মতো এসে হাজির হয় অজানা আক্রমণ। দুমাদ্দুম শব্দ জানলার কাচে! এ স কী হচ্ছে? ভয়ে সিটিয়ে গেলেন যাত্রীরা।
advertisement
3/10
উত্তর বিহারের জনপদে মঙ্গলবার এই ঘটনায় ঝনঝন খসে পড়ে কাচ।কাঁচের গায়ে লাগে পাথরের খোঁচা—ভেঙে পড়ে সি-৬ বগির জানালা। ঘটনার জেরে ফের প্রশ্ন উঠেছে—রেলের নিরাপত্তা কি শুধু গতি ও বিলাসেই সীমাবদ্ধ?
advertisement
4/10
২২ জুলাই, ২০২৫—বিহারের মুজফ্ফরপুর-নারকাটিয়াগঞ্জ রেলপথে ফের পাথর ছোঁড়া হল বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে। সেমরা ও সগৌলি স্টেশনের মাঝখানে ট্রেন চলাকালীন সি-৬ বগির কাঁচ ভেঙে পড়ে।
advertisement
5/10
যাত্রীদের মধ্যে তৈরি হয় চাঞ্চল্য ও আতঙ্ক। এই হাই-স্পিড ট্রেন যে এতবার এমন আক্রমণের শিকার হচ্ছে, তা নিঃসন্দেহে উদ্বেগের।
advertisement
6/10
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আরপিএফ পোস্ট কমান্ডার ভরত প্রসাদ। সঙ্গে সঙ্গেই শুরু হয় তদন্ত। স্থানীয় থানার সঙ্গে যৌথ অভিযানে তল্লাশি চালানো হচ্ছে এলাকাজুড়ে।
advertisement
7/10
যদিও এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি, তবে আশপাশের অঞ্চলগুলোতে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
advertisement
8/10
এই প্রথম নয়। এর আগেও ঠিক এই সেকশনে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল। সেই ঘটনায় তিনজন কিশোরকে আটকও করা হয়েছিল। তা সত্ত্বেও ফের ঘটল একই কাণ্ড।
advertisement
9/10
পরিবহন নিরাপত্তায় ছিদ্র? বন্দে ভারত ট্রেনের মতো আধুনিক ট্রেনে এমন বারবার আক্রমণ শুধুই রেল সম্পত্তির ক্ষতি নয়, যাত্রীদের নিরাপত্তার প্রশ্নেও গভীর আশঙ্কা তৈরি করছে। মুজফ্ফরপুর জংশন পূর্ব-মধ্য রেলের সোনপুর ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ এ-ওয়ান শ্রেণির স্টেশন। সেখানকার এমন বারংবারের হামলা পূর্বাঞ্চলের রেলপথে যাত্রী নিরাপত্তার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলছে।
advertisement
10/10
এই রহস্যজনক আক্রমণ কি নিছক কিশোর-দুষ্টুমি? নাকি এর পেছনে আছে সংগঠিত নৈরাজ্য? বারবার আক্রমণের ধরণ ও সময় দেখে রেল প্রশাসন যেন এবার আর পাশ কাটিয়ে যেতে পারছে না। যারা ছায়ায় ঢিল ছুঁড়ছে, তারা কি ভাবছে গতি থেমে যাবে? ঈর্ষা?
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বন্দে ভারতে 'দুমাদ্দুম' শব্দ! ঝনঝন ভেঙে পড়ল সি-৬ বগির কাচ...চলন্ত ট্রেনে মারাত্মক উদ্বেগ! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন