TRENDING:

বন্দে ভারতে 'দুমাদ্দুম' শব্দ! ঝনঝন ভেঙে পড়ল সি-৬ বগির কাচ...চলন্ত ট্রেনে মারাত্মক উদ্বেগ! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Last Updated:
Vande Bharat Train: ফের বন্দে ভারত এক্সপ্রেসকে নিশানা! দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা! রেল পুলিশ সূত্রে খবর, কে বা কারা এই হামলার পিছনে, তা জানার চেষ্টা চলছে। তদন্তে নেমেছে RPF।
advertisement
1/10
বন্দে ভারতে 'দুমাদ্দুম' শব্দ! ঝনঝন ভেঙে পড়ল  সি-৬ বগির কাচ...চলন্ত ট্রেনে মারাত্মক উদ্বেগ!
ভারতীয় রেলের অন্যতম বিলাসবহুল এবং দ্রুততম গতি সম্পন্ন ট্রেন বন্দে ভারত। এই ট্রেনে উঠলে যাত্রীরা অন্তত নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন না। আনন্দের সঙ্গে সফর করেন আহার ও ঘুম সহযোগে। কিন্তু মঙ্গলবার সেই বন্দে ভারতেই হল এমন এক ঘটনা যে যাত্রীরা কল্পনাও করতে পারেননি।
advertisement
2/10
ছুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস, ঠিক তখনই তার গতির মাঝে ছায়ার মতো এসে হাজির হয় অজানা আক্রমণ। দুমাদ্দুম শব্দ জানলার কাচে! এ স কী হচ্ছে? ভয়ে সিটিয়ে গেলেন যাত্রীরা।
advertisement
3/10
উত্তর বিহারের জনপদে মঙ্গলবার এই ঘটনায় ঝনঝন খসে পড়ে কাচ।কাঁচের গায়ে লাগে পাথরের খোঁচা—ভেঙে পড়ে সি-৬ বগির জানালা। ঘটনার জেরে ফের প্রশ্ন উঠেছে—রেলের নিরাপত্তা কি শুধু গতি ও বিলাসেই সীমাবদ্ধ?
advertisement
4/10
২২ জুলাই, ২০২৫—বিহারের মুজফ্‌ফরপুর-নারকাটিয়াগঞ্জ রেলপথে ফের পাথর ছোঁড়া হল বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে। সেমরা ও সগৌলি স্টেশনের মাঝখানে ট্রেন চলাকালীন সি-৬ বগির কাঁচ ভেঙে পড়ে।
advertisement
5/10
যাত্রীদের মধ্যে তৈরি হয় চাঞ্চল্য ও আতঙ্ক। এই হাই-স্পিড ট্রেন যে এতবার এমন আক্রমণের শিকার হচ্ছে, তা নিঃসন্দেহে উদ্বেগের।
advertisement
6/10
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আরপিএফ পোস্ট কমান্ডার ভরত প্রসাদ। সঙ্গে সঙ্গেই শুরু হয় তদন্ত। স্থানীয় থানার সঙ্গে যৌথ অভিযানে তল্লাশি চালানো হচ্ছে এলাকাজুড়ে।
advertisement
7/10
যদিও এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি, তবে আশপাশের অঞ্চলগুলোতে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
advertisement
8/10
এই প্রথম নয়। এর আগেও ঠিক এই সেকশনে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল। সেই ঘটনায় তিনজন কিশোরকে আটকও করা হয়েছিল। তা সত্ত্বেও ফের ঘটল একই কাণ্ড।
advertisement
9/10
পরিবহন নিরাপত্তায় ছিদ্র? বন্দে ভারত ট্রেনের মতো আধুনিক ট্রেনে এমন বারবার আক্রমণ শুধুই রেল সম্পত্তির ক্ষতি নয়, যাত্রীদের নিরাপত্তার প্রশ্নেও গভীর আশঙ্কা তৈরি করছে। মুজফ্‌ফরপুর জংশন পূর্ব-মধ্য রেলের সোনপুর ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ এ-ওয়ান শ্রেণির স্টেশন। সেখানকার এমন বারংবারের হামলা পূর্বাঞ্চলের রেলপথে যাত্রী নিরাপত্তার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলছে।
advertisement
10/10
এই রহস্যজনক আক্রমণ কি নিছক কিশোর-দুষ্টুমি? নাকি এর পেছনে আছে সংগঠিত নৈরাজ্য? বারবার আক্রমণের ধরণ ও সময় দেখে রেল প্রশাসন যেন এবার আর পাশ কাটিয়ে যেতে পারছে না। যারা ছায়ায় ঢিল ছুঁড়ছে, তারা কি ভাবছে গতি থেমে যাবে? ঈর্ষা?
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বন্দে ভারতে 'দুমাদ্দুম' শব্দ! ঝনঝন ভেঙে পড়ল সি-৬ বগির কাচ...চলন্ত ট্রেনে মারাত্মক উদ্বেগ! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল