Rail: ট্রেনে চড়েন তো রোজই, প্রতি মাসে একজন ট্রেন চালক বা লোকো পাইলটের কত টাকা বেতন পান জানেন?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Train Loco pilot Salary: একজন লোকো পাইলটের বেতন মাসে কত টাকা? লোকো পাইলটের শিফট ৮ ঘণ্টা। কোনও স্টেশনে একটু আগে বা দেরিতে এলে পরবর্তী পাইলট দায়িত্ব নিয়ে নেন না।
advertisement
1/10

*ভারতীয়দের সঙ্গে রেলের অবিচ্ছেদ্য বন্ধন। পরিবার বা বন্ধুদের সঙ্গে ট্রেন ভ্রমণ, এক ভিন্ন অভিজ্ঞতা। ট্রেন ভ্রমণে অনেকের অনেক ধরনের অভিজ্ঞতা রয়েছে। অনেক স্বপ্ন নিয়ে হাজার হাজার মানুষ রেলপথ ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দেন। আর যিনি লক্ষ লক্ষ মানুষকে নিজেদের গন্তব্যে পৌঁছে দেন তিনি ট্রেনের চালক, যাদের পোশাকি নাম 'লোকো পাইলট'।
advertisement
2/10
*ভারতীয় রেলে লোকো পাইলটের কাজ অনেকটা বিমান চালক বা পাইলটের মতো। শুধু মানুষকে নয়, ট্রেনের মাধ্যমে মাল পরিবহনও করা হয় দেশের বিভিন্ন প্রান্তে।
advertisement
3/10
*লোকো পাইলট হওয়ার জন্য পরীক্ষা হয় দুটি স্তরে। সেই পরিক্ষায় উত্তীর্ণ হলে তবেই লোকো পাইলট হওয়া যায়। ট্রেনে চড়ে নানা জায়গায় তো যান প্রায় প্রতিদিন। কিন্তু কখনও ভেবে দেখেছেন, লোকো পাইলটের বেতন কত?
advertisement
4/10
*লোকো পাইলট ট্রেনের গতিবিধি নির্ধারণ করেন। এটি ভারতীয় রেলের উচ্চপদস্থ পদ। কিন্তু কাউকে লোকো পাইলট হিসেবে সরাসরি নিয়োগ দেওয়া হয় না। ভারতীয় রেলে প্রথম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা হবে। বিশেষ প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে তিনি নিয়োগপত্র পান। সহকারী লোকো পাইলট হিসেবে যোগদানকারী ব্যক্তি অভিজ্ঞতা অর্জনের পর পদোন্নতির মাধ্যমে লোকো পাইলট হতে পারেন।
advertisement
5/10
*যখন লোকো পাইলটের ডিউটির কথা আসে। সহকারী লোকো পাইলট ট্রেনটি সুষ্ঠুভাবে চালাতে লোকো পাইলটকে সহায়তা করেন। লোকো পাইলটের কাজ ট্রেনের ইঞ্জিন সঠিকভাবে পরিচালনা করা। চলন্ত ট্রেনে কোনও সমস্যা হলে তা সমাধান করা। সিগন্যালের পরিবর্তন পর্যবেক্ষণ করা এবং রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখা।
advertisement
6/10
*আপনি যদি লোকো-পাইলট হিসেবে চাকরি চান। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেই উদ্দেশ্যে বিশেষ পরীক্ষা পরিচালনা করছে। নির্দিষ্ট ক্ষেত্রে আইটিআই পাস ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্যও আবেদন করতে পারবেন। উভয় স্তরে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এতে পাস করলে লোকো পাইলট হওয়া যায়।
advertisement
7/10
*জানেন কি একজন লোকো পাইলটের বেতন কত? লোকো পাইলটের প্রারম্ভিক মূল বেতন ২৫,০০০ টাকা। এ ছাড়া বাড়ি ভাড়া ভাতা ও পরিবহন ভাতার মতো সুবিধা তো রয়েছে। অভিজ্ঞতার ভিত্তিতে এই বেতন প্রতিবছর বাড়তে থাকে। একজন অভিজ্ঞ লোকো পাইলট মাসে কম-বেশি ৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত বেতন পান।
advertisement
8/10
*শেষ পে কমিশনের হিসেব অনুযায়ী, পদ অনুযায়ী একজন সহকারী লোকো পাইলটের মাসের বেসিক বেতন ২৫ হাজার টাকা। মেল ট্রেনের মাসিক বেতন ৬০ হাজার টাকা, মালবাহী ট্রেনের মাসিক বেতন ৪০ হাজার টাকা, প্যাসেঞ্জার ট্রেনের মাসিক বেতন ২৮ হাজার টাকা, শান্টিং লোকো পাইলটের মাসিক বেতন ৭০ হাজার টাকা।
advertisement
9/10
*লোকো পাইলটের শিফট ৮ ঘণ্টা। কোনও স্টেশনে একটু আগে বা দেরিতে এলে পরবর্তী পাইলট দায়িত্ব নিয়ে নেন না। সেক্ষেত্রে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর পরেই তিনি কাজ থেকে অব্যাহতি পান।
advertisement
10/10
*লোকো পাইলটদের সপ্তাহে কমপক্ষে ৩৬ ঘণ্টা কাজ করা উচিত। তার চেয়ে বেশি কাজ করলে ওভারটাইম ভাতার আওতায় বাড়তি বেতন পান।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Rail: ট্রেনে চড়েন তো রোজই, প্রতি মাসে একজন ট্রেন চালক বা লোকো পাইলটের কত টাকা বেতন পান জানেন?