কী ভাবে সুখ আসবে বিবাহিত জীবনে,জানুন চাণক্যের নিদান
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
আলোচনায় দেখা যাক ,আড়াই হাজার বছর আগে সুখী দাম্পত্য পেতে কোন নীতি অবলম্বন করার কথা বলেছেন চাণক্য।
advertisement
1/5

প্রাচীন ভারতীয় দার্শনিক তথা অর্থনীতিবিদ চাণক্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাও তিনি। চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চাণক্যের নীতিগুলি আজও প্রণিধানযোগ্য। এই আলোচনায় দেখা যাক ,আড়াই হাজার বছর আগে সুখী দাম্পত্য পেতে কোন নীতি অবলম্বন করার কথা বলেছেন চাণক্য।
advertisement
2/5
চাণক্য বলেন, সংসারে পুরুষ-মহিলার সমান অবদান থাকা উচিত। একজনের ত্রুটি বিচ্যুতি থাকলে অন্যজনের কাজ তা সামাল দেওয়া।
advertisement
3/5
চাণক্য বলেন, বিয়ের আগে নিজের পরিবারের সঙ্গে পাত্রীর সম্পর্ক কেমন তা জানতে। কারণ যে নারী নিজের পিতা মাততার সঙ্গে ছলনা করতে পারে তিনি বিশ্বাসযোগ্য নন।
advertisement
4/5
চাণক্য বলেন, পরিবারের অন্য কোনও নারীকে নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনায় লিপ্ত না হতে। তার ফল ভালো হয় না।
advertisement
5/5
চাণক্য ধর্মপরায়ণ নয় এমন নারীর সঙ্গে সংসর্গে যেতে না করেন। তবে বলাই বাহুল্য এই যুক্তি সেই যুগের সাপেক্ষে পালনীয় হলেও আজ প্রাসঙ্গিক নয়। তবে ধর্ম হোক বা সংসার, বিশ্বাসার্থী শব্দটি প্রযোজ্য।