অমঙ্গলের ঝড় নিমেষেই ধ্বংস হয় বজরঙ্গবলির তুমুল শক্তিতে, তিনিই সংসারের মঙ্গলময় রূপ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
একমাত্র তাঁর সেবা করলেই অন্য কোনও দেবদেবীর আরাধনা নিষ্প্রয়োজন
advertisement
1/6

আগামিকাল শনিবার শনিদেবের ভয়াল ভয়ঙ্কর কোপ থেকে বাঁচতে আগামিকাল পুজো করুন বজরঙ্গবলির ৷ সমস্ত বাধা বিপত্তি কাটবে নিমেষেই ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/6
বজরঙ্গবলির এক বিশেষ শক্তি আছে সেই বিশেষ শক্তিতেই কাঁপা ত্রিভুবন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/6
তাঁকে পুজো করলেই আর কারোর পুজো করতে হয়না ৷ তিনি একমাত্র জীবের সকল কামনা বাসনা পূরণ করতে সক্ষম ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/6
তিনি সংসারের সব থেকে মঙ্গলময় রূপ ৷ পবনপুত্র ও অঞ্জনিসূত হনুমানজি সঙ্কটমোচক ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/6
বজরঙ্গবলি একমাত্র এমন এক শক্তি যিনি সমস্ত রকমের দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন ৷ প্রতি মঙ্গল ও শনিবার মেটে সিঁদুর, কলা ও লাড্ডু দিয়ে পুজো দিলে সকল মনষ্কামনা পূরণ হয় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/6
ঠাকুর ঘরে বজরঙ্গবলির মূর্তি প্রতিষ্ঠা করলে সংসারে বড়সড় বিপত্তি আসেনা বলেই অনেকেই বিশ্বাস করেন ৷ ছবি সংগৃহীত ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
অমঙ্গলের ঝড় নিমেষেই ধ্বংস হয় বজরঙ্গবলির তুমুল শক্তিতে, তিনিই সংসারের মঙ্গলময় রূপ