TRENDING:

স্বামী বিবেকানন্দের এই ১০ বাণী বদলে দিতে পারে আপনার জীবন

Last Updated:
advertisement
1/15
স্বামী বিবেকানন্দের এই ১০ বাণী বদলে দিতে পারে আপনার জীবন
১২ জানুয়ারি ১৮৬৩ সাল ৷ কলকাতার এক উচ্চবিত্ত বাঙালি পরিবারে জন্ম হয় নরেন্দ্রনাথ দত্তের ৷ ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন ৷ শিব, রাম, সীতা ও মহাবীর হনুমানের মূর্তির সামনে তিনি প্রায়শই ধ্যানে বসতেন তাঁর গুরু ছিলেন রামকৃষ্ণ দেব ৷ মানুষের সেবা করলেই তা ঈশ্বরের সেবার সমান ৷
advertisement
2/15
উত্তর কলকাতার এক কায়স্থ দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ৷ তাঁর বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতা উচ্চ আদালতের একজন আইনজীবি ৷
advertisement
3/15
১৮৯৭ সালের ১মে ৷ কলকাতায় বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন ধর্ম প্রচারের সংগঠন ‘রামকৃষ্ণ মঠ’ এবং সামাজিক কাজের জন্য ‘রামকৃষ্ণ মিশন’ ৷ যা ছিল শিক্ষামূলক, সাংস্কৃতিক, চিকিৎসা-সংক্রান্ত এবং দাতব্য কাজের মধ্য দিয়ে জনগণকে সাহায্য করার এক সামাজিক-ধর্মীয় আন্দোলনের সূচনা ৷
advertisement
4/15
‘জীব হচ্ছে শিব ৷’ রামকৃষ্ণ দেবের কাছ থেকে এই শিক্ষাতেই বড় হয়েছেন বিবেকানন্দ ৷ পরবর্তীকালে, এটিই বিবেকানন্দের মন্ত্রে পরিণত হয় ৷ বিবেকানন্দ তাঁর শিষ্যদের পবিত্র, অস্বার্থপর হতে এবং শ্রদ্ধা বা বিশ্বাস যাতে থাকে সে উপদেশ দেন ৷
advertisement
5/15
এছাড়াও স্বামী বিবেকানন্দের বেশ কিছু বাণী যা আজকের দিনেও চরম প্রাসঙ্গিক ও অনুপ্রেরণামূলক ৷
advertisement
6/15
সত্য বলার হাজার রাস্তা আছে কিন্তু প্রতিটি সত্য হতে হবে​৷
advertisement
7/15
জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না
advertisement
8/15
পৃথিবীই হল সব থেকে বড় ব্যয়ামগার, যেখানে আমরা শক্ত সমর্থ হয়ে উঠি ৷
advertisement
9/15
মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে সব সময়ে অনুসরণ করবে মনকে ৷
advertisement
10/15
প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার কথা বলো, অন্যথায় হারাতে হবে জ্ঞানী-গুণী ব্যক্তির সংসর্গ ৷
advertisement
11/15
সেই বিষয়ই ত্যাগ করো যা তোমাকে শরীর, বুদ্ধি ও আধ্যাত্মিক ভাবে দুর্বল করে তোলে ৷
advertisement
12/15
নেতৃত্বে যখন থাকবে তখন ভাব হবে দাসের মত, হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন, অসীম ধৈর্য ধরতে হবে ৷ তাহলেই সাফল্য শুধুমাত্র তোমারই ৷
advertisement
13/15
মেয়েদের আগে তুলতে হবে, সকলকে জাগাতে হবে; তবে তো দেশের কল্যাণ - ভারতের​ কল‍্যাণ।
advertisement
14/15
তুমি খ্রিষ্টের মতো ভাবলে তুমি একজন খ্রিষ্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতিই তোমার জীবন, শক্তি, জীবনীশক্তি।
advertisement
15/15
মুক্তি কী ? যখন তুমি প্রতিটি মানুষের মনের মন্দিরে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবে, সমস্ত বন্ধন থেকে তুমি মুক্তি পাবে ৷ মুক্ত হবে তুমি ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
স্বামী বিবেকানন্দের এই ১০ বাণী বদলে দিতে পারে আপনার জীবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল