TRENDING:

গ্রহণের সময় নাকি শুধুই লাল অন্তর্বাস পরে থাকতে হয় !

Last Updated:
advertisement
1/8
গ্রহণের সময় নাকি শুধুই লাল অন্তর্বাস পরে থাকতে হয় !
• গ্রহণ নিয়ে মানুষের কুসংস্কার কম নেই ৷ শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন দেশেই গ্রহণ নিয়ে রয়েছে নানারকম অন্ধ বিশ্বাস ৷ এক নজরে দেখে নেওয়া যাক, কী কী কুসংস্কার রয়েছে গ্রহণকে ঘিরে ৷
advertisement
2/8
• মেক্সিকোর মানুষরা মনে করেন, গ্রহণের সময় গর্ভবতী নারীদের গর্ভস্থ শিশুকে রক্ষা করার জন্য ধাতব জিনিস পরা, পেটের কাছে ছুরি ধরে রাখা এবং অবশ্যই লাল অন্তর্বাস পরে থাকা উচিত ৷
advertisement
3/8
• আবার এ দেশে মনে করা হয়, গ্রহণ চলাচালীন গর্ভবতী নারীরা ছুরি, কাঁচি বা অন্য কোনও ধাতব বা ধারালো যন্ত্রপাতির ধারে কাছে থাকতে পারবেন না ৷ কোনও গয়না পরতে পারবেন না ৷ এ সময় তাঁরা বিছানায় সোজা হয়ে শুয়ে থাকবেন ৷ সঙ্গম করবেন না ৷ নয়তো বিকলাঙ্গ শিশু জন্ম নিতে পারে ৷ এমনকী এটাও বলে হয় এ সময় গর্ভস্থ মায়েরা কিছু খেলে সন্তান পেটুক হয় ৷ এ সময় কিছু কাটলে, বিশেষ করে মাছ কাটলে ঠোঁট কাটা, কান কাট বা নাক কাটা সন্তানের জন্ম হয়। এ সময় গাছের ডাল ভাঙলে বা বাঁকানোর চেষ্টা করলে হাত-পা বাঁকানো (পোলিও) সন্তানের জন্ম হয়।
advertisement
4/8
• গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে শুদ্ধ হতে হবে ৷ অনেকে গ্রহণের সময় অশুভ প্রভাব মুক্ত থাকার জন্য উপবাস করে থাকেন ৷
advertisement
5/8
• গ্রহণের সময় রান্না করা সমস্ত খাবার ফেলে দেওয়া হয় ৷ মনে করা হয়, ওই সময় খাবার জীবাণু দ্বারা বিষাক্ত হয়ে যায় ৷
advertisement
6/8
• বলা হয়, গ্রহণের সময় চন্দ্র-সূর্যের দিকে তাকানো উচিত নয় ৷ এর অবশ্য বৈজ্ঞানিক ব্যখ্যা রয়েছে ৷ এ সময় যে বিকিরণ তৈরি হয় তা মানবদেহের পক্ষে খারাপ ৷ এতে চোখ নষ্ট হওয়ারও সম্ভাবনা তৈরি হয় ৷ তাই গ্রহণের সময় সরাসরি চাঁদ বা সূর্যের দিকে তাকানো উচিত নয় ৷
advertisement
7/8
• গ্রহণের সময় শাঁখ, কাঁসর, ঘণ্টা বাজানো হয় ৷ আগে মনে করা হত, রাহুর গ্রাসেই অন্ধকারে ডেকে গিয়েছে চাঁদ ৷ ফলে রাহুকে তুষ্ট করতেই এই কাজ করা হত ৷
advertisement
8/8
• গ্রহণের সময় মলমূত্র ত্যাগ করতেও নিষেধ করা হয় ৷ মনে করা হয়, গ্রহণের দিন সন্ধের পরে শরীরে তেল মালিশ করলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
গ্রহণের সময় নাকি শুধুই লাল অন্তর্বাস পরে থাকতে হয় !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল