Snake: বিশ্বের সবচেয়ে বড় সাপের খোঁজ মিলল ভারতে! উঠে এল পুরাণ-যোগ! আশ্চর্য হয়ে যাবেন জেনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Snake: সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুজরাতের কচ্ছ জেলার একটি খনি এলাকায় সন্ধান মেলে জীবাশ্মটির।
advertisement
1/6

ভারতের গুজরাতে মিলল বৃহদাকার এক সাপের জীবাশ্মের। দৈর্ঘ্যে যা প্রায় ৫০ ফুট। আর ওজন কমপক্ষে ১ টন হতে পারে। বিজ্ঞানীদের অনুমান, এখন পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের দীর্ঘতম সাপের জীবাশ্ম এটি।
advertisement
2/6
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুজরাতের কচ্ছ জেলার একটি খনি এলাকায় সন্ধান মেলে জীবাশ্মটির। ২০০৫ সালে আইআইটি-রুরকি’র বিজ্ঞানীরা এই জীবাশ্মটি খুঁজে পেয়েছিলেন। খনি থেকে এই সাপের মেরুদণ্ডের ২৭টি কশেরুকার অংশ উদ্ধার করেছেন।
advertisement
3/6
এর বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ‘বাসুকি ইন্ডিকাস’। এই প্রজাতির সাপকে ভারতের প্রাগৈতিহাসিক জীববৈচিত্র্যের অন্যতম বিশেষ নিদর্শন হিসেবে মনে করছেন বিজ্ঞানীরা।
advertisement
4/6
অধ্যাপক সুনীল বাজপেয়ী ও দেবজিত দত্তের নেতৃত্বে এই জীবাশ্মের নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, গবেষণা ও সমীক্ষা সম্পন্ন হয়েছে। দেবজিত দত্ত বলেন, ‘বাসুকি ছিল খুব ধীর চলনশক্তিসম্পন্ন বৃহদাকারের এক সাপ।
advertisement
5/6
ঠান্ডা ও ভেজা জায়গায় থাকে এরা। অ্যানাকোন্ডা ও পাইথনের মতো করে শিকার ধরে এরা।’
advertisement
6/6
বাসুকি ইন্ডিকাসের সঙ্গে টিটানোবোয়া সাপের তুলনা করা হয়। কলম্বিয়ায় এই সাপের জীবাশ্ম পাওয়া যায়। এর দৈর্ঘ্য ৪৩ ফুট পর্যন্ত হত। সে হিসেবে ভারতে পাওয়া বাসুকি বিশ্বের সবচেয়ে বড় সাপ ছিল বলে মনে করেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake: বিশ্বের সবচেয়ে বড় সাপের খোঁজ মিলল ভারতে! উঠে এল পুরাণ-যোগ! আশ্চর্য হয়ে যাবেন জেনে