TRENDING:

পাকামি করলেই শেষ! সাপ কামড়ানোর কতক্ষণের মধ্যে দিতে হয় ইঞ্জেকশন...সঠিক সময়টা জানেন না ৯৯% মানুষ

Last Updated:
এমন সময়ে সাপের মুখোমুখি হওয়া কিংবা সাপের ছোবল খাওয়ার ঘটনা স্বাভাবিক ভাবেই বেড়ে যায়৷ সাপে কামড়ালে আমরা অনেক সময়েই ঘরোয়া চিকিৎসা কিংবা পাতা-টাতার টোটকা, অথবা কুসংস্কারের সহায় নিতে দেখি লোকজনেদের
advertisement
1/7
পাকামি করলেই শেষ! সাপ কামড়ানোর কতক্ষণের মধ্যে দিতে হয় ইঞ্জেকশন...সঠিক সময়টা জানেন?
বর্ষাকাল চলছে৷ আর কে না জানে এই সময় সাপের উপদ্রব সবচেয়ে বাড়ে৷বেশি বৃষ্টি হলে সাপের গর্তে জল ঢুকে যায়৷ তাই সাপ আস্তানার খোঁজে গৃহস্থের বাড়িঘরে ঢুকে যেতে শুরু করে৷
advertisement
2/7
এমন সময়ে সাপের মুখোমুখি হওয়া কিংবা সাপের ছোবল খাওয়ার ঘটনা স্বাভাবিক ভাবেই বেড়ে যায়৷ সাপে কামড়ালে আমরা অনেক সময়েই ঘরোয়া চিকিৎসা কিংবা পাতা-টাতার টোটকা, অথবা কুসংস্কারের সহায় নিতে দেখি লোকজনেদের৷ কিন্তু, সব কিছুর আগে মনে রাখা দরকার, এই ধরনের যে কোনও কাজই সংশ্লিষ্ট ব্যক্তিকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে৷ আসুন জেনে নেওয়া যাক, চিকিৎসক এই বিষয়ে কী বলেন৷
advertisement
3/7
সারা দেশে প্রায় ৪০০ প্রজাতির সাপ পাওয়া যায়, যার মধ্যে প্রায় ৬০ প্রজাতির সাপ অত্যন্ত বিষাক্ত। রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া, ইন্ডিয়ান কোবরা বা কেউটে, ইন্ডিয়ান কমন ক্রেইট বা কালাচ এবং স স্কেল্ড ভাইপারকে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হয়। অনেক সাপ এতটাই বিষাক্ত হয় যে সংশ্লিষ্ট ব্যক্তিকে কামড়ানোর নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁকে যদি অ্যান্টি-ভেনম ইনজেকশন না পায়, তাহলে তাঁর মৃত্যুও হতে পারে।
advertisement
4/7
এখন প্রশ্ন হল, সাপে কামড়ালে কতক্ষণের মধ্যে অ্যান্টি-ভেনম ইনজেকশন নেওয়া প্রয়োজন? সাপের কামড়ালে কোন অঙ্গ আক্রান্ত হয়? অ্যান্টি-ভেনমের কত ডোজ প্রয়োজন? কত ধরনের বিষ আছে? সরকারি মেডিক্যাল কলেজ কনৌজের প্রধান মেডিকেল সুপার ইনটেনডেন্ট ডঃ দিলীপ সিং নিউজ১৮-কে এই বিষয়ে জানাচ্ছেন।সাপের কামড়ের জন্য কি কেবল একটিই ইনজেকশন আছে?
advertisement
5/7
ডাঃ দিলীপ সিং ব্যাখ্যা করেন যে, সাপের কামড়ের চিকিৎসা হিসেবে সাপের অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হয়, যা একটি প্রেসক্রিপশন ওষুধ। এটি সাপের কামড়ের জন্য সবচেয়ে কার্যকর ওষুধ হিসাবে বিবেচিত হয়। এটি চারটি বিষের সংমিশ্রণ হিসাবে বিবেচিত হয়। এটি বিষকে নিরপেক্ষ করে এবং বিষাক্ত সাপের কামড়ের পরেও আপনাকে জীবন দেয়।
advertisement
6/7
কত সময় পর পর অ্যান্টিভেনম প্রয়োগ করতে হয়?চিকিৎসকের মতে, বিষহীন সাপের কামড়ের ক্ষেত্রে অ্যান্টি-ভেনম ইনজেকশনের প্রয়োজন হয় না। তবে, বিষাক্ত সাপের কামড়ের ক্ষেত্রে অবিলম্বে অ্যান্টি-ভেনম ইনজেকশন প্রয়োজন। অর্থাৎ, কোবরা বা ক্রেটের মতো সাপ কামড়ালে, ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে অ্যান্টি-ভেনম ইনজেকশন দেওয়া প্রয়োজন। যদি এর আগেও অ্যান্টি-ভেনম ইনজেকশন দেওয়া হয়, তবে আরও দ্রুত উপশম পাওয়ার সম্ভাবনা থাকে। কিছু ক্ষেত্রে, অ্যান্টি-ভেনম ২৪ ঘণ্টার মধ্যেও দেওয়া যেতে পারে।
advertisement
7/7
সাপটি বিষধর না বিষহীন, সাধারণ মানুষ তা সহজে বুঝতে পারেন না৷ সেই কারণে, কী সাপ কামড়ালো তা জানার চেষ্টায় সময় নষ্ট না করে দ্রুত সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
পাকামি করলেই শেষ! সাপ কামড়ানোর কতক্ষণের মধ্যে দিতে হয় ইঞ্জেকশন...সঠিক সময়টা জানেন না ৯৯% মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল