বিয়ের আসরে হাজির বর, কাঁচুমাচু মুখে কনের বাবা যা বললেন চমকে গেলেন সবাই ! দায়ের হল FIR
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Rajasthan News : কনে কোথায়? বিয়ের আসরে হুলস্থূল। সেজেগুজে বিয়ে করতে এসেছেন বর। সঙ্গে বরযাত্রী। সব নিমন্ত্রিতরাও চলে এসেছে। কিন্তু কনের দেখা নেই। শেষে মেয়ের বাবা কাঁচুমাচু মুখে এসে জানালেন, কনেকে অপহরণ করা হয়েছে।
advertisement
1/6

Report: Chain Singh Tanwar: কনে কোথায়? বিয়ের আসরে হুলস্থূল। সেজেগুজে বিয়ে করতে এসেছেন বর। সঙ্গে বরযাত্রী। সব নিমন্ত্রিতরাও চলে এসেছে। কিন্তু কনের দেখা নেই। শেষে মেয়ের বাবা কাঁচুমাচু মুখে এসে জানালেন, কনেকে অপহরণ করা হয়েছে।
advertisement
2/6
রাগে ফেটে পড়ল বরপক্ষ। অপহরণ করা হয়েছে না কি অন্য কিছু? নিশ্চয়ই প্রেমিকের সঙ্গে পালিয়েছে। এই অভিযোগ তুলেই থানায় বিক্ষোভ দেখান বরযাত্রীরা। মেয়েকে অপহরণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন কনের বাবা। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। বুন্দির যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল নৈনওয়ার তরুণীর। গত ২২ জানুয়ারি তাঁদের এনগেজমেন্ট হয়। Representative Image
advertisement
3/6
সেখানে দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন। রবিবার বসন্ত পঞ্চমীর দিন টঙ্কে একটি গণবিবাহের আসরে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল।সেই মতো বরযাত্রী নিয়ে টঙ্কে পৌঁছন বর। কিন্তু বিয়ের আসরে গিয়ে দেখেন, কনে উধাও। চারদিকে হইচই পড়ে যায়। কিছুক্ষণ পর খবর আসে, কনেকে অপহরণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে বর এবং বরযাত্রী থানায় গিয়ে অভিযোগ জানান। তাঁদের দাবি, কনে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়েছে। এখন গা বাঁচাতে অপহরণের গল্প ফাঁদছে মেয়ের বাবা। Representative Image
advertisement
4/6
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। তবে শেষ পর্যন্ত বিয়ে আর হয়নি। ব্যর্থ মনোরথে বরযাত্রী নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন বর। জানা গিয়েছে, বিয়ের আগের রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর প্রেমিকের সঙ্গে চুপিচুপি পালান কনে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোক দেখে, মেয়ে পালিয়েছে। Representative Image
advertisement
5/6
খোঁজাখুঁজি শুরু হয়। আত্মীয়স্বজনরা নিজেদের মতো করে মেয়েকে খুঁজতে শুরু করেন। কিন্তু সন্ধান মেলেনি। এদিকে, মেয়ে যে পালিয়েছে সে কথা বরপক্ষের কাছে বেমালুম চেপে যায় কনের পরিবার। ফলে বর যথাসময়ে বরযাত্রী নিয়ে গণবিবাহের আসরে হাজির হন।বরযাত্রীদের অভিযোগ, বিয়ের আসরে তাঁরা ৬ ঘণ্টা বসেছিলেন। কিন্তু কেউ কিচ্ছুটি জানায়নি। সবাই কনেকে খোঁজাখুঁজি করছিল।Representative Image
advertisement
6/6
বারবার নানারকম অজুহাত দিচ্ছিল। শেষমেশ যখন সত্যিটা সামনে এল তখন অপহরণের গল্প শোনানো হয় তাঁদের।অন্য দিকে, থানার ইনচার্জ কমলেশ কুমার শর্মা জানিয়েছেন, কনের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। এক যুবকের বিরুদ্ধে কনেকে অপহরণ করে পালিয়ে নিয়ে যাওয়ার মামলা হয়েছে। মেয়েটিকে খুঁজে বের করতে গঠন করা হয়েছে স্পেশাল টিম। খুব দ্রুত তাঁদের উদ্ধার করা হবে। Representative Image
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বিয়ের আসরে হাজির বর, কাঁচুমাচু মুখে কনের বাবা যা বললেন চমকে গেলেন সবাই ! দায়ের হল FIR