Public Toilet: কিছু পাবলিক টয়লেটের সামনে WC লেখা থাকে, এর মানে জানেন কি? না জানলেই বিপদ! ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
অনেক সময় দেখা যাবে পাবলিক টয়লেটে পুরুষ এবং মহিলার বাথরুমের চিহ্নের পাশাপাশি WC লেখা থাকে। জানেন কি এই WC-এর অর্থ কী?
advertisement
1/6

বিভিন্ন কারণে কখনও না কখনও পাবলিক টয়লেট ব‍্যবহার করতে হয়েছে মোটামুটি সকলকেই। অফিস, সিনেমা হল বা শপিং মল থেকে শুরু করে রাস্তাঘাটে, পাবলিক টয়লেটে প্রয়োজনে যেতেই হয়েছে।
advertisement
2/6
পাবলিক টয়লেটে একটি ব‍্যপার মোটামুটি সকলেরই চেনা। পাবলিক টয়লেটের বাইরে সাইবোর্ডে লাগান থাকে পুরুষ এবং মহিলাদের জন‍্য। সাইনবোর্ডের চিহ্ন দেখে বোঝা যায় পুরুষদের জন‍্য কোন বাথরুম এবং মহিলাদের জন‍্য কোন বাথরুম।
advertisement
3/6
তবে অনেক সময় দেখা যাবে পাবলিক টয়লেটে পুরুষ এবং মহিলার বাথরুমের চিহ্নের পাশাপাশি WC লেখা থাকে। জানেন কি এই WC-এর অর্থ কী?
advertisement
4/6
সাধারণত টয়লেটের জন্য বাথরুম, টয়লেট বা রেস্ট রুম শব্দগুলো ব্যবহার করা হয়। এই শব্দগুলোর মধ্যে কোথাও WC লেখা দেখতে পাবেন না।
advertisement
5/6
বাথরুমের অনেক নাম আছে। WC হল বাথরুমের আরেকটি নাম। এটি একটি সংক্ষিপ্ত রূপ। সম্পূর্ণ শব্দটি হল Water Closet। যার অর্থ ওই বাথরুমের সঙ্গে জলের ব‍্যবস্থা রয়েছে। আসলে এই শব্দটির আসল ব‍্যবহার ছিল বহুবছর আগে।
advertisement
6/6
১৯০০ সালের দিকে বাথরুমকে বেশিরভাগ সময় ওয়াটার ক্লোসেট (Water Closet) বলা হত। পরে এটি অনেক নাম দ্বারা উল্লেখ করা হয়েছে। তবে, Water Closet এর সংক্ষিপ্ত WC-কে শুধুমাত্র টয়লেটের সাইন হিসেবে উল্লেখ করা হয়েছে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Public Toilet: কিছু পাবলিক টয়লেটের সামনে WC লেখা থাকে, এর মানে জানেন কি? না জানলেই বিপদ! ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন