বর্ষায় বাড়িতে ঢুকবে না একটাও সাপ! ৫ সহজ 'উপায়' জানুন...লেজ তুলে পালাবে বিষধর সরীসৃপ!
- Published by:Tias Banerjee
Last Updated:
Snake Facts: সাপে ছোবল নয়, সাবধানতায় বাঁচুন। বিশেষত বর্ষার সময়ে একটু অসতর্ক হলেই বিপদ বাড়ে। তবে কিছু সহজ নিয়ম মেনে চললেই সাপ আর ঢুকতে পারবে না আপনার ঘরের আশেপাশে।
advertisement
1/8

সাপে ছোবল নয়, সাবধানতায় বাঁচুন। বিশেষত বর্ষার সময়ে একটু অসতর্ক হলেই বিপদ বাড়ে। তবে কিছু সহজ নিয়ম মেনে চললেই সাপ আর ঢুকতে পারবে না আপনার ঘরের আশেপাশে।
advertisement
2/8
বর্ষা এলেই বিশেষ করে গ্রামীণ এলাকায় সাপের আনাগোনা বেড়ে যায়। ঠান্ডা আবহাওয়ার কারণে ওদের গর্তে জল ঢুকে গেলে আশ্রয়ের খোঁজে সাপ চলে আসে মানুষের ঘরের আশেপাশে। অনেক সময় সরাসরি বাড়ির ভেতরে ঢুকেও পড়ে। ফলে আতঙ্ক ছড়ায়, এমনকি সাপের কামড়ে মৃত্যুর ঘটনাও ঘটে। তাই সুরক্ষার জন্য কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে।
advertisement
3/8
সাপকে দূরে রাখতে যা করতেই হবে--- ১. বাড়ি পরিচ্ছন্ন রাখুন--- বর্ষাকালে ঘন ঘাস খুব দ্রুত বাড়ে। এই ঘাসই সাপের জন্য আশ্রয়স্থল হয়ে উঠতে পারে। বাড়ির চারপাশের ঘাস নিয়মিত ছাঁটাই করতে হবে। ঝোপঝাড়, শুকনো পাতা, পুরোনো জুতো, কাঠের স্তূপ, পুরোনো জিনিস—এগুলো সাপের লুকোনোর জায়গা। বাড়ির আশেপাশে এইসব না রাখাই ভাল।
advertisement
4/8
২. ফাঁক-ফোকর বন্ধ করুন--- বাড়ির দরজার নীচে কোনও ফাঁক থাকলে বা দেওয়ালে ফাটল থাকলে সেগুলো তৎক্ষণাৎ বন্ধ করুন। সাপ যেকোনও ছোট ফাঁক দিয়ে ঢুকে পড়তে পারে। বাড়ির চারপাশে অন্তত ৩ ফুট উঁচু জালের বেড়া থাকলে সাপ ঢুকতে পারবে না।
advertisement
5/8
৩. আলো জ্বালিয়ে রাখুন--- সাপ অন্ধকার পছন্দ করে, আলো পছন্দ করে না। তাই বাড়ির আশেপাশে যথেষ্ট আলো রাখা জরুরি। কোথাও যেন গভীর অন্ধকার না থাকে। মাঝে মাঝে যদি আলো টিমটিম করে, সেক্ষেত্রে সাপ বিভ্রান্ত হয়ে ওইদিকে আসেই না।
advertisement
6/8
৪. গন্ধ দিয়ে দূরে রাখুন--- সাপ কিছু নির্দিষ্ট গন্ধ সহ্য করতে পারে না। যেমন— সাদা ফিনাইল: বাড়ির চারপাশে ছিটিয়ে দিন। রসুন ও বল গাছ: এগুলোর গন্ধ সাপ সহ্য করতে পারে না। সর্পগন্ধা গাছ: এই গাছ থাকলে সাপ ওইদিকে ঘেঁষে না।
advertisement
7/8
৫. সঠিক পোশাক পরে বেরোন--- বর্ষাকালে বাইরে বের হলে অবশ্যই জুতো বা স্যান্ডেল পরে বের হোন। খালি পায়ে চলাফেরা করলে সাপে কামড়ানোর ঝুঁকি অনেক বেড়ে যায়।
advertisement
8/8
আরও কিছু বাড়তি সতর্কতা: * ইলেকট্রিক মিটার বক্স, ড্রেনেজ আউটলেট, বা ঘরের অন্ধকার কোণগুলিকে জালের কভার দিয়ে ঘিরে দিন। * ঘরে ঘনঘন আলো-আঁধারির খেলা হলে সাপ সেই এলাকা এড়িয়ে চলে। * বাড়ির সামনে ফাঁকা জায়গায় নিয়মিত গন্ধযুক্ত কীটনাশক ছিটিয়ে দিন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বর্ষায় বাড়িতে ঢুকবে না একটাও সাপ! ৫ সহজ 'উপায়' জানুন...লেজ তুলে পালাবে বিষধর সরীসৃপ!