TRENDING:

হলদে-কালো এই সাপ ভীষণ লাজুক, অথচ কোবরার চেয়েও বিষধর! বিকল হয়ে যাবে স্নায়ুতন্ত্র...চিনে রাখুন

Last Updated:
Snake: এই সাপের গায়ে মোটা কালো-হলুদ ব্যান্ড বা মোটা ডোরা দাগ থাকে। অর্থাৎ, এর পুরো শরীর জুড়েই গাঢ় হলুদ এবং কালো রঙের মোটা মোটা দাগ থাকে। এই বিশেষ চেহারার জন্য দূর থেকেও এটি সহজেই চেনা যায়। কিন্তু সাবধান! কাছ থেকে দেখার ঝুঁকি নিলে তার ফল মারাত্মক হতে পারে।
advertisement
1/6
হলদে-কালো এই সাপ ভীষণ লাজুক, অথচ কোবরার চেয়েও বিষধর! বিকল হবে স্নায়ুতন্ত্র...চিনে রাখুন
এমনিতে ভীষণ লাজুক এই সাপ! কোথায় সেঁধিয়ে আছে বুঝতেও পারবেন না। কিন্তু সাবধান না হলেই জীবন শেষ। এই সাপের গায়ে মোটা কালো-হলুদ ব্যান্ড বা মোটা ডোরা দাগ থাকে।
advertisement
2/6
ভারতে সাপের পুজো করা হয়, কিন্তু কিছু সাপ এতটাই ভয়ঙ্কর যে, তাদের থেকে শতহাত দূরে থাকাই শ্রেয়। তেমনই এক ভয়ঙ্কর বিষাক্ত সাপ হল ব্যান্ডেড ক্রেইট। এটি অত্যন্ত লাজুক প্রকৃতির হলেও মারাত্মক বিপজ্জনক। যদি এই সাপ কাউকে কামড়ায়, তাহলে বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
advertisement
3/6
কেমন দেখতে এই সাপ? ব্যান্ডেড ক্রেইটের এই সাপের গায়ে মোটা কালো-হলুদ ব্যান্ড বা মোটা ডোরা দাগ থাকে। অর্থাৎ, এর পুরো শরীর জুড়েই গাঢ় হলুদ এবং কালো রঙের মোটা মোটা দাগ থাকে। এই বিশেষ চেহারার জন্য দূর থেকেও এটি সহজেই চেনা যায়। কিন্তু সাবধান! কাছ থেকে দেখার ঝুঁকি নিলে তার ফল মারাত্মক হতে পারে।
advertisement
4/6
ব্যান্ডেড ক্রেইট (Bungarus fasciatus) ✅ এটি অত্যন্ত বিষাক্ত এবং এলাপিড পরিবারের সদস্য। ✅ ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ চিনে পাওয়া যায়। ✅ গায়ের উপর স্পষ্ট কালো-হলুদ ব্যান্ড থাকে, যা এটিকে সহজেই চেনার সুযোগ দেয়। ✅ এর বিষ নিউরোটক্সিন জাতীয়, যা দ্রুত স্নায়ুতন্ত্র বিকল করে দিতে পারে।
advertisement
5/6
এই সাপের বিষ একবার রক্তে চলে গেলে সোজা গিয়ে মানুষের মস্তিস্কে পৌঁছায়। স্নায়ুতন্ত্র বিকল হতে শুরু করে। যা থেকে মৃত্যু অনিবার্য, পঙ্গু হয়েও থেকে যেতে পারে মানুষ বাকি জীবন। এই সাপের বিশের জন্য কোনও অ্যান্টি ভেনম এখনও বানানো যায়নি।
advertisement
6/6
এই সাপের বিষ একবার রক্তে চলে গেলে সোজা গিয়ে মানুষের মস্তিস্কে পৌঁছায়। স্নায়ুতন্ত্র বিকল হতে শুরু করে। যা থেকে মৃত্যু অনিবার্য, পঙ্গু হয়েও থেকে যেতে পারে মানুষ বাকি জীবন। এই সাপের বিশের জন্য কোনও অ্যান্টি ভেনম এখনও বানানো যায়নি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
হলদে-কালো এই সাপ ভীষণ লাজুক, অথচ কোবরার চেয়েও বিষধর! বিকল হয়ে যাবে স্নায়ুতন্ত্র...চিনে রাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল