IAS Srushti Jayant Deshmukh: প্রথম সুযোগেই UPSC পরীক্ষায় সফল, IAS সৃষ্টি জয়ন্ত দেশমুখের মার্কশিট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
একজন IAS অফিসার হওয়া অনেকেরই স্বপ্ন থাকলেও, তা হওয়া সকলের জন্য সম্ভব নয়। কারণ এটি আর পাঁচটা পরীক্ষার মতো অত সহজ নয়।
advertisement
1/7

আজ আমরা এমন একজনের সাফল্যের কাহিনি জানাতে চলেছি যিনি একবারেই অর্থাৎ প্রথম সুযোগেই UPSC পরীক্ষায় সফল হয়ে IAS হয়েছেন। তাঁর UPSC সাকসেস স্টোরি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রথম সুযোগেই IAS হয়ে সৃষ্টি জয়ন্ত দেশমুখ এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক এবং আকর্ষণীয় সাফল্যের গল্প রয়েছে।
advertisement
2/7
এই গল্পগুলি বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রী এবং পরীক্ষাত্রীদের তাঁদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। এই সকল গল্পের মধ্যে লুকিয়ে থাকে পেশার শীর্ষে পৌঁছনোর জন্য কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের একটি অসাধারণ ইতিহাস। যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে অনেক বাধা অতিক্রম করেও উৎসাহিত করে আমাদের।
advertisement
3/7
একজন IAS অফিসার হওয়া অনেকেরই স্বপ্ন থাকলেও, তা হওয়া সকলের জন্য সম্ভব নয়। কারণ এটি আর পাঁচটা পরীক্ষার মতো অত সহজ নয়। সারা দেশ জুড়ে লাখ লাখ ছেলে-মেয়ের থেকে মাত্র হাতে গোনা কয়েকজন সফল হন UPSC পরীক্ষায়।
advertisement
4/7
এই অসাধ্য সাধন মাত্র একবারেই করে দেখিয়েছেন সৃষ্টি জয়ন্ত দেশমুখ। ২৮ মার্চ, ১৯৯৬-এ ভোপালে জন্মগ্রহণকারী এই আপাতদৃষ্টিতে সাধারণ মেয়েটি ২০১৮ সালে UPSC পরীক্ষায় ৫ম স্থান অর্জন করার পরে একজন IAS অফিসার হয়েছিলেন ৷ তিনি কেবল একজন IAS অফিসার নন, একজন লেখকও৷
advertisement
5/7
ভোপালের কারমেল কনভেন্ট স্কুলে পড়াশোনার পর তিনি ১০ম শ্রেণিতে ১০ CGPA এবং ১২ শ্রেণিতে ৯৩ শতাংশ পেয়েছিলেন। সৃষ্টি একটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও অর্জন করেন এবং তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্যও প্রস্তুতি নিতে শুরু করেন। তাঁর বাবা জয়ন্ত দেশমুখ একটি প্রাইভেট কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ার এবং তাঁর মা, সুনীতা দেশমুখ, একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। ইউপিএসসি মেন পরীক্ষায় ৮৯৫ নম্বর এবং ইন্টারভিউতে ১৭৩ নম্বর পেয়ে সৃষ্টি প্রথম চেষ্টাতেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন।
advertisement
6/7
তিনি ২০১৮ সালে ৫ র্যাঙ্ক পেয়েছেন এবং তাঁর ব্যাচের মহিলা টপার হয়েছিলেন। তাঁর মার্কশিট বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়য়ে যায়। ২৪ এপ্রিল, ২০২২-এ, IAS সৃষ্টি জয়ন্ত দেশমুখ এবং তাঁর ব্যাচমেট, IAS ড. নাগার্জুন বি গৌড়া বিবাহবন্ধনে আবদ্ধ হন।
advertisement
7/7
তাঁরা দু’জনেই একসঙ্গে মুসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে (এলবিএসএনএএ) প্রশিক্ষণ নিচ্ছিলেন, যখন তাঁরা প্রথম ডেটিং শুরু করেন। বিয়ে করার আগে তাঁরা একসঙ্গে প্রায় আড়াই বছর কাটিয়েছিলেন। তাঁদের বিয়ের ছবিও ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
IAS Srushti Jayant Deshmukh: প্রথম সুযোগেই UPSC পরীক্ষায় সফল, IAS সৃষ্টি জয়ন্ত দেশমুখের মার্কশিট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়