আজ গভীর রাতেই শুরু পূর্ণিমা, কত ক্ষণ থাকবে কোজাগরী তিথি, জানুন লক্ষ্মীপুজোর শুভ মুহূর্তও
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Kojagari Lakshmi Puja: লক্ষ্মীপুজোর রাতে জেগে থাকাই প্রাচীন প্রচলিত রীতি৷ ঘুমিয়ে পড়লে নাকি দেবী রুষ্ট হন৷
advertisement
1/7

রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো৷ আশ্বিন মাসে দুর্গাপুজোর পর প্রথম পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আরাধনা করা হয় ধন, সম্পদ ও শ্রীবৃদ্ধির কামনায়৷
advertisement
2/7
সংস্কৃতে কঃ অর্থাৎ কে এবং জাগরী শব্দের অর্থ জেগে থাকা৷ দুয়ে মিলিয়ে কঃ জাগরী বা কোজাগরী৷ লক্ষ্মীপুজোয় রাতভর জেগে থাকাই রীতি৷ তাই এই তিথিকে বলা হয় কোজাগরী৷
advertisement
3/7
পঞ্জিকা মতে শনিবার বা ২১ আশ্বিন রাত ৩ টে ৩০ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে৷ থাকবে রবিবার বা ২২ আশ্বিন ২টো ৩০ মিনিট পর্যন্ত৷
advertisement
4/7
সারা দিন পূর্ণিমা তিথি থাকলেও লক্ষ্মীপুজো প্রদোষে বা সন্ধ্যাবেলা করাই বাঞ্ছনীয়৷ পুজোর জন্য শুভ সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে রাত ৯ টা ১৩ মিনিট পর্যন্ত৷
advertisement
5/7
আবার রাত ১১ টা ৪৬ মিনিট থেকে রাত ১ টা ২৮ মিনিট পর্যন্ত সময় পুজোর জন্য শুভ৷
advertisement
6/7
লক্ষ্মীপুজোর রাতে জেগে থাকাই প্রাচীন প্রচলিত রীতি৷ ঘুমিয়ে পড়লে নাকি দেবী রুষ্ট হন৷
advertisement
7/7
এখনও অনেক সাবেক ও বনেদি বাঙালি বাড়িতে পরিবারের সদস্যরা নারকেল চিঁড়ে, নারকেলের জল খেয়ে অক্ষক্রীড়া বা পাশা খেলে কোজাগরী তিথিতে রাত জেগে থাকেন৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
আজ গভীর রাতেই শুরু পূর্ণিমা, কত ক্ষণ থাকবে কোজাগরী তিথি, জানুন লক্ষ্মীপুজোর শুভ মুহূর্তও