TRENDING:

Knowledge Story: টাই তো পরেন, কিন্তু কেন পরা হয় জানেন? ৯০ শতাংশ মানুষ ভুল উত্তর দিয়েছেন

Last Updated:
Knowledge Story: গলায় টাই তো পরেন, কিন্তু এর ইতিহাস জানলে চমকে যাবেন!
advertisement
1/5
টাই তো পরেন, কিন্তু কেন পরা হয় জানেন? ৯০ শতাংশ মানুষ ভুল উত্তর দিয়েছেন
টাই পরার প্রচলন আজকের নয়। এই প্রচলন বহু প্রাচীন থেকে। টাই যাকে বাংলায় বলা হয় গলাবন্ধনী। এটি বর্তমান সময়ে পোশাকের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। ফরমাল পোশাক আর ফ্যাশনের নামে গলাবন্ধনীর ব্যবহার আগের তুলনায় বেড়েছে। photo source collected
advertisement
2/5
টাই একটা পোশাকের অংশ হিসেবেই ব্যবহার হয়। যদিও টাই পরাটা শিক্ষিত বা ধনীদের একচেটিয়া যোগ্যতা বলে মনে করা হয়। বর্তমানে টাই ছাড়া করপোরেট দুনিয়া কল্পনা করাই দায়। কিন্তু এই টাই কীভাবে ব্যবহার করা শুরু হল? জানেন কি! photo source collected
advertisement
3/5
আসলে টাই এর ব্যবহারিক ঐতিহাসিক ঘটনা অতি প্রাচীন। চীনের প্রথম সম্রাট ছিন শি হুয়াং, ১৯৭৪ সালে চিনের জিয়ানে পোড়ামাটির কিছু ভাস্কর্য খুঁজে পাওয়ায় টাইয়ের নতুন এক ইতিহাস উন্মোচিত হয়। photo source collected
advertisement
4/5
মূলত, যেখানে সম্রাট ও তাঁর সৈন্যদের ভাস্কর্য পাওয়া যায়। সেখানে মূর্তিগুলোর পরনে ছিল ইউনিফর্ম আর গলাবন্ধনী। তবে সেই গলাবন্ধনী ঠিক আজকালকার টাইয়ের মতো নয়, বেশি বড়। তবে গলাবন্ধনীর পরিবর্তন আসে সতেরো শ সতেকের মাঝামাঝি সময়ে। সেসময় ক্রোয়েশিয়ার অধিবাসীরা টাইয়ের আদলে স্কার্ফ ব্যবহার করত। যা ছিল তাদের সেনাবাহিনীর সদস্যদের পোশাকের একটি অংশ। গলাবন্ধনীকে ক্রোয়েশীয় ভাষায় বলা হত ‘ক্রাভাট’। photo source collected
advertisement
5/5
১৮১৫ সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের আমলে প্রথমবার ক্রাভাটের বদলে টাই নাম ব্যবহার করা হয়। এরপর পরপরই শিল্পবিপ্লবের সময় ইউরোপ জুড়েই টাইয়ের প্রচলন শুরু হতে থাকে। এরপর বিংশ শতকের দ্বিতীয় দশকে জেসি ল্যাংসডোর্ফ নামে নিউইয়র্কের একজন দর্জি বর্তমান সময়ের টাইয়ের একটি পরিপূর্ণ রূপ দেন।(তথ্য: জুলফিকার মোল্লা) photo source collected
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: টাই তো পরেন, কিন্তু কেন পরা হয় জানেন? ৯০ শতাংশ মানুষ ভুল উত্তর দিয়েছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল