Knowledge Story: বলুন তো দেশের প্রথম বিদ্যুৎ-চালিত লোকাল ট্রেন কবে, কোথায় চলেছিল? বহু মানুষ জানেন না
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Knowledge Story: লোকাল ট্রেনে প্রায় সকলেই চড়েছেন! কিন্তু জানেন কি দেশের প্রথম বিদ্যুৎ চালিত লোকাল ট্রেন কবে চালু হয়েছিল? অবাক হয়ে যাবেন
advertisement
1/5

বিদ্যুৎ চালিত লোকাল ট্রেনের শতবর্ষ পালনে হাওড়া স্টেশনে লোকাল ট্রেনের ছবি প্রদর্শনী! দারুণ উৎসাহ দেখল আমজনতা।
advertisement
2/5
১৯২৫ সালে ৩ রা ফেব্রুয়ারী দেশে প্রথম বিদ্যুত চালিত ট্রেন চালু হয়। বিদ্যুত চালিত লোকাল ট্রেন চলাচলের সূচনা থেকে ট্রেনের বিবর্তন এর নানা ছবি বেশ কয়েকটি ডিসপ্লে বোর্ডের মাধ্যমে তুলে ধরা হয়।
advertisement
3/5
স্বাধীনতার আগে দেশে ইষ্টইন্ডিয়া কোম্পানির হাত ধরে প্রথম ট্রেন চালু হয়। ভারতবর্ষের প্রথম রেলপথ মুম্বই থেকে থানে। দেশের প্রথম ট্রেন চলাচল থেকে যুগের সঙ্গে তাল মিলিয়ে রেল পরিষেবায় আধুনিকীকরণ হয়। যাত্রী চাহিদা অনুযায়ী বাড়ে ট্রেন সংখ্যা।
advertisement
4/5
প্রতিদিন হাওড়া স্টেশনে থেকে প্রায় ১২৭ টি লোকাল ট্রেন চলাচল করে। লোকাল ট্রেনে প্রায় ৮ লক্ষ যাত্রী যাতায়াত করে।
advertisement
5/5
হাওড়া স্টেশনে ঐতিহাসিক বড় ঘড়ির নিচেই শত বর্ষের লোকাল ট্রেনের বিভিন্ন ছবির প্রদর্শন হয়। বিদ্যুৎ চালিত ইমু ট্রেনের শতবর্ষ স্মরণে মঙ্গলবার হাওড়া স্টেশন থেকে বর্ধমান পর্যন্ত একটি সুসজ্জিত লোকাল ট্রেন চালু হয়। প্রদর্শন স্থল এবং সুসজ্জিত ট্রেনটি ঘুরে দেখেন জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওসকর।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো দেশের প্রথম বিদ্যুৎ-চালিত লোকাল ট্রেন কবে, কোথায় চলেছিল? বহু মানুষ জানেন না