TRENDING:

Taimara Valley: রহস্যে ভরা ভারতের এই উপত্যকা, বদলে যায় মোবাইলের সময়-তারিখ, কাঁপে স্ট্রিটলাইট

Last Updated:
Taimara Valley: তাইমারা উপত্যকা দিয়ে যাওয়া অনেকেরই নানা অভিজ্ঞতা হয়েছে। শুধু তাই নয়, গাড়ির স্পিডোমিটারের কাঁটা হঠাৎ করে গাড়ির গতিবেগের সঙ্গে অসামঞ্জস্য ফলাফল দিতে শুরু করে।
advertisement
1/5
রহস্যে ভরা ভারতের এই উপত্যকা, বদলে যায় মোবাইলের সময়-তারিখ, কাঁপে স্ট্রিটলাইট!
ভারতের এক রহস্যময় জায়গা। নাম তাইমারা উপত্যকা। রাঁচি-টাটা জাতীয় সড়কে অবস্থিত তাইমারা উপত্যকা নিয়ে একসময় আলোচনা কম হয়নি। তাইমারা উপত্যকা দিয়ে যাওয়ার সময় অনেকেরই মোবাইলের সময় বদলে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। এ নিয়ে মানুষের মধ্যে কৌতূহল জন্মেছে অপার।
advertisement
2/5
তাইমারা উপত্যকা দিয়ে যাওয়া অনেকেরই নানা অভিজ্ঞতা হয়েছে। শুধু তাই নয়, গাড়ির স্পিডোমিটারের কাঁটা হঠাৎ করে গাড়ির গতিবেগের সঙ্গে অসামঞ্জস্য ফলাফল দিতে শুরু করে। আবার গাড়ি নিজে থেকেই স্টার্ট হয়ে যায়। অনেকেই ভাবেন এ বুঝি কোনও ভৌতিক ঘটনা।
advertisement
3/5
রাঁচি – টাটা জাতীয় সড়কে অবস্থিত তাইমারা উপত্যকা। যে উপত্যকাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার। রীতিমতো ভাইরাল হয়েছে এই উপত্যকা। ক্রমে বৃদ্ধি পেয়েছে মানুষের মনে এই উপত্যকা নিয়ে উন্মাদনা।
advertisement
4/5
এই উপত্যকাকে নিয়ে কেউ কেউ তার ব্যক্তিগত অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন। ভিন্ন ভিন্ন মানুষের অভিজ্ঞতাও ভিন্ন। বিশেষজ্ঞদের মতে রাঁচির এই অঞ্চলটিতে কোন ধরনের চৌম্বক শক্তি কাজ করে। যে শক্তির প্রভাবে সব ধরনের ঘড়ি, গাড়ি এমনকি ইলেকট্রনিক্স দ্রব্য প্রভাবিত হয়।
advertisement
5/5
এর ফলে সেগুলি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। যেখানে এই ঘটনা ঘটেছে সেই জায়গার স্ট্রিট লাইট সব সময় কাঁপত, অথচ এসব লোকের গাড়ির গতি খুব বেশি ছিল না। ওই এলাকার চুম্বক শক্তি নিয়ে এখনো গবেষণা চালাচ্ছেন বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Taimara Valley: রহস্যে ভরা ভারতের এই উপত্যকা, বদলে যায় মোবাইলের সময়-তারিখ, কাঁপে স্ট্রিটলাইট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল