Jagannath Rathyatra 2022 : এ বছর রথযাত্রার পুণ্য লগ্ন কবে? পুরীর রথযাত্রা নিয়ে জেনে নিন অজানা সব চমকপ্রদ তথ্য
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Jagannath Rathyatra 2022 : গুন্ডিচা মন্দিরে তাঁদের মাসির বাড়িতে সপ্ত অহ বা সাত দিন কাটানোর পর আবার জগন্নাথ মন্দিরে ফিরবেন তিন দেব দেবী
advertisement
1/7

রথযাত্রা উপলক্ষে পুরীতে এখন সাজো সাজো রব৷ আগামী ১ জুলাই, আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হবে পুরীতে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা৷
advertisement
2/7
গুন্ডিচা মন্দিরে তাঁদের মাসির বাড়িতে সপ্ত অহ বা সাত দিন কাটানোর পর আবার জগন্নাথ মন্দিরে ফিরবেন তিন দেব দেবী৷
advertisement
3/7
এ বছর পঞ্জিকামতে, আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ৩০ জুন বৃহস্পতিবার সকাল ১০ টা ৪৯ মিনিটে৷ এই তিথি শেষ হবে ১ জুলাই দুপুর ১ টা ৯ মিনিটে৷
advertisement
4/7
প্রতি বছরের মতো নিয়ম মেনে এ বারও পালিত হয়েছে জগন্নাথদেবের স্নানযাত্রা৷ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ১০৮ কলসের জলে স্নান করানো হয় জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রাকে৷
advertisement
5/7
এই ‘সহস্রধারা স্নান’-এর পর তাঁদের ‘জ্বর’ হয়৷ তখন রাজবৈদ্যর ওষধি ও শুশ্রূষা চলে৷ এ সময় তিন বিগ্রহ অন্তরালে থাকে ৷ পুরীর মন্দিরে দেবদর্শন তখন বন্ধ থাকে৷
advertisement
6/7
প্রতি বছর প্রাচীন রীতি ও ঐতিহ্য পালন করে বসন্ত পঞ্চমী তিথি থেকে শরু হয় নতুন রথ নির্মাণের জন্য কাঠ সংগ্রহ৷
advertisement
7/7
দশপাল্লা অরণ্যের বিশেষ কাঠেই নি্মিত হয় পুরীর রথযাত্রার রথ৷ শ্রীমন্দিরের দারুশিল্পীদের হাতেই তৈরি হয় দারুব্রহ্মের রথ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Jagannath Rathyatra 2022 : এ বছর রথযাত্রার পুণ্য লগ্ন কবে? পুরীর রথযাত্রা নিয়ে জেনে নিন অজানা সব চমকপ্রদ তথ্য