'দেখুন, ওরা আমাকে মারছে...!' ২০ টাকার জলের বোতল নিয়ে প্রশ্ন করেছিলেন যুবক, পরমুহূর্তেই যা ঘটল, কাঁদতে কাঁদতে নামতে হল ট্রেন থেকে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: ভাইরাল ভিডিওতে ঠিক কী দেখা গিয়েছিল সেদিন যা দেখা মাত্র তেলেবেগুনে জ্বলে উঠলেন নেটিজেনরা? কী এমন ঘটেছিল ওই যুবকের সঙ্গে?
advertisement
1/16

আপনারা সকলেই নিশ্চয়ই কোনও না কোনও সময়ে ট্রেনে ভ্রমণ করেছেন। ট্রেন এমন একটি মাধ্যম যেখানে একজন সাধারণ মানুষ সহজেই ভ্রমণ করতে পারেন। মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্ত মানুষও কোনও না কোনও সময় ট্রেনকেই তাঁর গন্তব্যে পৌঁছোনর মাধ্যম হিসেবে বেছে নেন।
advertisement
2/16
ট্রেনের মধ্যে আসলে যাত্রীদের সঙ্গে যেমন আলাপ হয় সহযাত্রীদের তেমনই আবার এই ট্রেনের কামরায় প্যান্ট্রিবয়রা সময়ে সময়ে নিয়ে আসেন খাবার থেকে জল। আর এই সব দেখতে দেখতেই কখন যেন সফর শেষ হয়ে যায়। AI Generated Representative Image
advertisement
3/16
কিন্তু এই ট্রেনের কামরায় দীর্ঘক্ষণের সফরেই মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যা ভোলা যায় না। আজীবনের জন্য মনে দাগ কেটে যায়। কখনও তা খুব মনোরঞ্জনমূলক বা মজাদার হলেও ট্রেনের কামরায় কিছু এমনও ঘটে যা খুবই অপ্রত্যাশিত। AI Generated Representative Image
advertisement
4/16
সম্প্রতি এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় তুলেছে। চলন্ত ট্রেনে সেদিন এমন কিছু ঘটেছিল যা আপনার সঙ্গেও ঘটতে পারে যে কোনও মুহূর্তে। আর ঘটনার ভিডিও দেখে তাই মুহূর্তে শিউরে ওঠেন নেটিজেনরা।
advertisement
5/16
দিল্লি থেকে চেন্নাই হয়ে গোয়ালিয়র যাচ্ছিল ট্রেন। সেই ট্রেনেই যাত্রা করছিলেন এক ট্র্যাভেল ব্লগার যুবক। সেই যুবকের সঙ্গে সেদিন ট্রেনের কামরায় যা ঘটেছিল তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই আগুনের মতো ছড়িয়ে পরে! AI generated Representative Image
advertisement
6/16
ভিডিওতে দুটি অংশে ওই ভ্রমণ ব্লগারকেই দেখা যায়। ভাইরাল ভিডিওতে ঠিক কী দেখা গিয়েছিল সেদিন যা দেখা মাত্র তেলেবেগুনে জ্বলে উঠলেন নেটিজেনরা? কী এমন ঘটেছিল ওই যুবকের সঙ্গে? AI generated Representative Image
advertisement
7/16
ঘটনার হাড়হিম করা সেই ভাইরাল ভিডিওতে দেখা যায় একজন ট্রাভেল ব্লগার যুবক একটি ২০ টাকার জলের বোতল নিয়ে টিটির কাছে বার বার অভিযোগ জানাচ্ছেন। সামনে জলের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন এক প্যান্ট্রি ভেন্ডার। AI generated Representative Image
advertisement
8/16
ভিডিওতে ওই যুবক স্পষ্টই নালিশ জানিয়ে বলেন, তিনি কুড়ি টাকা দিয়ে এমন একটি জলের বোতল কিনেছেন ওই ভেন্ডারের কাছ থেকে যা নাকি IRCTC অনুমোদিতই নয়। এই বিষয়ে টিকিট পরীক্ষকের কাছে পদক্ষেপ করার আবেদনও করেন তিনি। কিন্তু এরপরই তাঁর সঙ্গে এমন কিছু ঘটে যা দেখার পর আপনাকেও অবাক করে দেবে।
advertisement
9/16
ওই ভিডিওতে দেখা যায়, সেই যুবক অভিযোগ করেছেন যে প্যান্ট্রি কর্মীরা এরপরেই দলবদ্ধভাবে তাঁর উপর চড়াও হন। শুধু তাই নয়, তাঁরা তাঁকে তুমুল মারধর করে বলেও ভিডিওতে কাঁদতে কাঁদতে অভিযোগ করতে দেখা যায় ওই যুবককে।
advertisement
10/16
টানা হ্যাঁচড়ার ফলে তাঁর জামার ছিঁড়ে যাওয়া অংশ পর্যন্ত ওই যুবক দেখান তাঁর ভিডিওতে। জানা যায়, প্রথমে দুটি ২০ টাকার জলের বোতল নিয়ে বচসা শুরু হয়েছিল। কিন্তু কয়েকমুহূর্তের মধ্যে তা ধুন্ধুমার আকার নেয়।
advertisement
11/16
এই ঘটনার ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে। সমাজ মাধ্যমের ব্যবহারকারীরা ঘটনার তীব্র নিন্দা করেছেন। আসলে, ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি প্রথমে জল সম্পর্কে অভিযোগ করছেন যে তিনি ২০ টাকা দিয়ে যে দুটি বোতল জল কিনেছেন তা আইআরসিটিসি দ্বারা অনুমোদিত নয়।
advertisement
12/16
তবে একইসঙ্গে ওই ব্যক্তি সেখানে উপস্থিত এক আধিকারিকের উপর এর দায় চাপিয়ে বলেন তাঁর এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। এরপরেই ভিডিওতে ওই যুবক বলেন ট্রেনের দরজার কাছে তিনি যখন উপস্থিত ছিলেন, সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা তাঁর গায়ে হাত তুলেছে।
advertisement
13/16
যুবক তাঁর ভিডিওতে আরও বলেন, যখন তিনি জলের বিষয়ে অভিযোগ করেন, তখন প্যান্ট্রি কর্মীরা তাঁর উপর রেগে গিয়েছিল। এরপর তিনি সেখানে উপস্থিত অন্যান্য যাত্রীদের জিজ্ঞাসা করেন যে প্যান্ট্রি কর্মীরা জলের জন্য তাঁদের কাছেও ২০ টাকা বেশি নিয়েছে কিনা। তিনি বারবারই বলেন, 'বলুন এটা কি ঠিক?' AI Generated Representative Image
advertisement
14/16
ভিডিওর শেষে দেখা যায় ওই যুবক ট্রেন থেকে নেমে বলেন, প্যান্ট্রি কর্মীরা তাঁকে শুধু মারধরই করেনি, তাঁর মোবাইল ফোনও কেড়ে নিয়েছে এবং তাঁর জামা পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। যুবকটি ভিডিওতে তাঁর হাতে পেরেকের চিহ্ন পর্যন্ত দেখান। AI Generated Representative Image
advertisement
15/16
আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ট্রেন সম্পর্কিত নানা ভিডিও ভাইরাল হতে দেখা যায়। অনেক সময় মানুষ তাঁদের ভ্রমণের অভিজ্ঞতাও শেয়ার করে থাকেন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আবার ট্রেন সম্পর্কিত জরুরি তথ্যও তুলে ধরেন অনেক যাত্রী।
advertisement
16/16
কিন্তু কখনও কখনও এমনও ভিডিও চোখে পরে যায় যা রীতিমতো বাকরুদ্ধ করে দেয়। যে খানে মুহূর্তের মধ্যে রেলযাত্রা দুঃস্বপ্ন হয়ে ওঠে ঠিক যেমনটা হয়েছিল এই যুবকের সঙ্গে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'দেখুন, ওরা আমাকে মারছে...!' ২০ টাকার জলের বোতল নিয়ে প্রশ্ন করেছিলেন যুবক, পরমুহূর্তেই যা ঘটল, কাঁদতে কাঁদতে নামতে হল ট্রেন থেকে!