RAC সিটে মহিলা সঙ্গী, ১৫ ঘণ্টার যাত্রা এক স্মরণীয় বন্ধুত্বে পরিণত হল, বাস্তব সিনেমার চেয়েও রোমাঞ্চকর !
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
সেই যাত্রী লিখেছেন, ‘‘আমি সাধারণত ভ্রমণের সময় ইয়ারফোন লাগিয়ে চুপচাপ থাকি, কিন্তু এবার আমি একজন সহযাত্রীর সঙ্গে কথা বলতে শুরু করি এবং কথোপকথন ধীরে ধীরে জীবন, ভ্রমণ এবং খাবারের দিকে মোড় নেয়। কখন যে ১৫ ঘণ্টা কেটে গেল, তা আমি বুঝতেও পারিনি।’’
advertisement
1/5

সিনেমায় এরকম ঘটনা আকছার দেখা যায়। একই গন্তব্যে ভ্রমণের সময়ে দুজনের কাছাকাছি চলে আসা রোম্যান্টিক ছবির এক বড় চেনা ধরন। বাস্তবেও যে সেরমকটা ঘটতে পারে, তার এবার প্রমাণ দিল এক সোশ্যাল মিডিয়া পোস্ট। ট্রেনে RAC টিকিট পাওয়ার অর্থ হল দু'জন যাত্রী একই বার্থে ভ্রমণ করেন, অর্থাৎ একই সিটে দু’জন যাত্রী ভ্রমণ করেন। প্রতিটি কোচে এই সুবিধা পাওয়া যায় না। RAC টিকিট সাধারণত শুধুমাত্র স্লিপার, থার্ড এসি (৩এসি), সেকেন্ড এসি (২এসি) এবং কিছু এসি চেয়ার কার কোচে পাওয়া যায়। (Representative Image/AI)
advertisement
2/5
এবার এ হেন RAC সিটে যাত্রার একটি গল্প সোশ্যাল মিডিয়ায় সকলের মন জয় করেছে। একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেখানে তাঁর RAC টিকিটটি একজন মহিলা যাত্রীর টিকিটের সঙ্গে পড়ে যায়। প্রথমে কিছুটা অস্বস্তিকর মনে হলেও পরে তা ১৫ ঘণ্টার স্মরণীয় কথোপকথনে পরিণত হয়। (Representative Image)
advertisement
3/5
সেই যাত্রী লিখেছেন, ‘‘আমি সাধারণত ভ্রমণের সময় ইয়ারফোন লাগিয়ে চুপচাপ থাকি, কিন্তু এবার আমি একজন সহযাত্রীর সঙ্গে কথা বলতে শুরু করি এবং কথোপকথন ধীরে ধীরে জীবন, ভ্রমণ এবং খাবারের দিকে মোড় নেয়। কখন যে ১৫ ঘণ্টা কেটে গেল, তা আমি বুঝতেও পারিনি।’’ নম্বর শেয়ার না করেই যাত্রা শেষ হয় : দু’জনে টিফিন ভাগ করে নেন, গল্প শুরু করেন এবং কোনও দ্বিধা ছাড়াই যাত্রা উপভোগ করেন। গন্তব্যে পৌঁছানোর পর তাঁরা কেবল বাই বলে নিজেদের রাস্তায় চলে যান, নিজেদের মধ্যে নম্বর শেয়ার বা সোশ্যাল মিডিয়া কনট্যাক্ট শেয়ার না করেই! (Representative Image)
advertisement
4/5
সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল: এই পোস্টটি দ্রুত রেডিটে ভাইরাল হয়ে যায়। এটি মানুষকে মনে করিয়ে দিয়েছে যে কখনও কখনও অপরিচিত ব্যক্তিরাই জীবনে সবচেয়ে মধুর স্মৃতি রেখে যায়। একজন ইউজার লিখেছেন, ‘‘এটি হাউ আই মেট ইওর মাদারেএর একটি সুন্দর পর্ব হতে পারত।’’ অন্য একজন কমেন্ট করেছেন, ‘‘আজকাল মানুষ তাদের ফোনে খুবই মগ্ন, এ এক সত্যিকারের মানবিক বিরল মুহূর্ত।’’ (Representative Image)
advertisement
5/5
RAC কী: RAC মানে রিজার্ভেশন এগেইনস্ট ক্যানসেলেশন। সহজ কথায়, যখন একটি টিকিট বাতিল করা হয়, তখন একটি RAC আসন নিশ্চিত করা হয়। যাত্রীকে হয় একই পূর্ণ আসন বরাদ্দ করা হয়, অথবা অন্য কোথাও একটি পূর্ণ আসন বরাদ্দ করা হয়। এটাও এক ধরনের ওয়িটিং লিস্ট তো বটেই, তবে এটিকে সবচেয়ে পছন্দের ওয়েটিং টিকিট হিসাবে বিবেচনা করা হয়। সোশ্যাল মিডিয়ার এই পোস্ট সে কথা নতুন করে প্রমাণ করল! (Representative Image)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
RAC সিটে মহিলা সঙ্গী, ১৫ ঘণ্টার যাত্রা এক স্মরণীয় বন্ধুত্বে পরিণত হল, বাস্তব সিনেমার চেয়েও রোমাঞ্চকর !