TRENDING:

'চায়ে-চায়ে, চা নেবেন...'! মাঝরাতে ট্রেনের 3AC কোচে হাক দিল হকার, আচমকা 'লাইট' জ্বালিয়ে যা করে বসলেন 'প্যাসেঞ্জার', নিমেষে ঘাম ছুটল চা-ওয়ালার

Last Updated:
Indian Railways: কী হবে যদি এদেরই মধ্যে কেউ আচমকা রাত ৩টের সময় চা বিক্রি শুরু করে দেন? নিঃসন্দেহে খুব একটা ভাল মোটেই লাগবে কাঁচা ঘুমে ওঠা যাত্রীদের! আর সেক্ষেত্রে ঠিক কী করে বসতে পারেন প্যাসেঞ্জার?
advertisement
1/13
'চায়ে-চায়ে...' মাঝরাতে ট্রেনের 3AC কোচে হাক দিল হকার, আচমকা যা করে বসলেন 'প্যাসেঞ্জার'!
ট্রেন জার্নি অনেকেরই ভাল লাগে এই যাত্রাপথের নানা রকমের রঙিন মুহূর্তের জন্য। কেউ ভালবাসেন জানালা দিয়ে বাইরের শোভা দেখতে, তো কারও আবার ভাল লাগে ভেন্ডারদের কাছ থেকে মজাদার সব জিনিস কিনতে। কেউ আবার ভালবাসেন নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ জমিয়ে হইহই করে গন্তব্যে পৌঁছতে। Representative Image
advertisement
2/13
তবে একইসঙ্গে আমরা জানি ভারতীয় রেলে প্রতিদিন যেমন লাখ লাখ মানুষের যাতায়াত, ঠিক তেমনই তাঁদের যাত্রাপথ যাতে সুন্দর ও নিরাপদ হয়, তার জন্য রেলের তরফে আছে একগুচ্ছ নিয়ম। যা মেনে চলা যাত্রীদের জন্য জরুরি আবার রেলের স্টাফদের জন্যেও ততটাই জরুরি। Representative Image
advertisement
3/13
লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন, ট্রেনে উঠলে যাত্রী, টিকিট পরীক্ষকদের পাশাপাশি আর যাদের চোখে পড়ে তাঁরা হলেন নানা ধরণের খাবার নিয়ে হাক ডাক দিতে থাকা ভেন্ডাররা। চা,কফি, জল, স্ন্যাক্স থেকে রাতের বা দুপুরের খাবার, এই খাবার বিক্রিকারী হকাররা সবকিছু নিয়েই বিক্রি করতে থাকেন সকাল থেকে রাত। Representative Image
advertisement
4/13
কিন্তু কী হবে যদি এদেরই মধ্যে কেউ আচমকা রাত ৩টের সময় চা বিক্রি শুরু করে দেন? নিঃসন্দেহে খুব একটা ভাল মোটেই লাগবে কাঁচা ঘুমে ওঠা যাত্রীদের! আর সেক্ষেত্রে ঠিক কী করে বসতে পারেন প্যাসেঞ্জার? Representative Image
advertisement
5/13
এমনই একটি ঘটনায় চলন্ত ট্রেনে সম্প্রতি এমনই কিছু ঘটল যা চোখ খুলে দেবে ভেন্ডার থেকে যাত্রী আর ভারতীয় রেলের কর্মকর্তাদের। প্রয়াগরাজ এবং গাজীপুর সিটি রেলস্টেশনের মধ্যে চলছিল ট্রেনটি। Representative Image
advertisement
6/13
সেই ট্রেনেই 3AC কামরায় সেদিন এমন কিছু ঘটল যা এককথায় নজিরবিহীন। গঙ্গা কাবেরী এক্সপ্রেসে (ট্রেন নং ১২৬৬৯) চড়ে চেন্নাই থেকে বিহারের ছাপরা যাচ্ছিলেন যাত্রী। আচমকা তাঁর ঘুম ভেঙে গেল ভোররাতে হকারের চায়ে, চায়ে চিৎকারে। Representative Image
advertisement
7/13
ভোর প্রায় তিনটের দিকে, একজন চা-ওয়ালা ৩এসি কোচে এসে চা বিক্রি শুরু করে দিয়েছিল হঠাৎ। যাত্রী আচমকা হাক-ডাকে ধড়ফড় করে উঠে বসতেই তাঁর চোখের সামনে একটা হাত এগিয়ে আসে চা নিয়ে। Representative Image
advertisement
8/13
চা-বিক্রেতার কীর্তি দেখে ওই প্যাসেঞ্জার এতটাই রেগে যান যে রেগে লাল হয়ে তিনি তৎক্ষণাৎ ওই চা-ওয়ালা যুবকটিকে তীব্র বকাঝকা শুরু করে দেন। প্রায় ২৬ সেকেন্ডের এই ছোট ক্লিপটি ভাইরাল হওয়ার পর, ভারতীয় রেলের পক্ষ থেকে অবশ্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। Representative Image
advertisement
9/13
ভোর তিনটের সময় ওইভাবে 'চা খাবেন, চা খাবেন' করে ডাকের চোটে ঘুম ভেঙে যাওয়ায় ওই যাত্রী এতটাই ক্ষেপে যান যে তিনি তৎক্ষণাৎ ওই চা-ওয়ালাকে বিরক্ত হয়ে আলো জ্বালিয়ে জিজ্ঞাসা করেন, 'তুমি কখন থেকে চিৎকার করছ, তুমি কি আইআরসিটিসির নথিভুক্ত ভেন্ডার?'
advertisement
10/13
জবাবে, বিক্রেতা বলেন 'হ্যাঁ'। একটুও ভয়ের লেশমাত্র অবশ্য দেখা যায় না তাঁর চোখে মুখে। মাত্র ২৬ সেকেন্ডে ক্লিপটি শেষ হয়। এই ভিডিওটি ইন্টারনেটে আসার সঙ্গে সঙ্গেই আইআরসিটিসিও এতে তৎক্ষণাৎ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। Representative Image
advertisement
11/13
উত্তরে ওই চা-বিক্রেতা ছেলেটি জানান 'হ্যাঁ'। এরপরই ওই যাত্রী ভয়ঙ্কর রেগে গিয়ে বলেন, রাত সাড়ে তিনটেয় কি এভাবে চা বিক্রি করা যায়? দাঁড়াও, আমি IRCTC-তে এখনই অভিযোগ জানাচ্ছি। Representative Image
advertisement
12/13
@prashantrai2011 X-এ তাঁর PNR দিয়ে এই ভিডিওটি পোস্ট করেন এবং লেখেন - ট্রেন নং ১২৬৬৯ -তে ভোর তিনটেয় এসি কোচে চিৎকার করে চা বিক্রি করার ট্র্যাডিশন কবে থেকে শুরু হয়েছে? ভারতীয় রেল কি এবার যাত্রীদের ঘুমের সঙ্গেও ব্যবসা করছে? রেলওয়ে কর্মকর্তাদের এই ভিডিওটি দেখা উচিত। Representative Image
advertisement
13/13
এই ভিডিওটি দেখার পর, আইআরসিটিসিও পদক্ষেপ নেয়। @IRCTCofficial উত্তরে লেখে – স্যার, আপনার অভিযোগ RailMadad-এ নথিভুক্ত করা হয়েছে এবং অভিযোগ নম্বরটি আপনার মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে পাঠানো হয়েছে। আপনি আপনার অভিযোগ ট্র্যাক করতে পারেন। এর আগেও, গার্ডের কোচে চা বানানোর অভিযোগে রেল কিন্তু ব্যবস্থা নিয়েছিল। এক্ষেত্রেও আশা করি আশাহত হবেন না। Representative Image
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'চায়ে-চায়ে, চা নেবেন...'! মাঝরাতে ট্রেনের 3AC কোচে হাক দিল হকার, আচমকা 'লাইট' জ্বালিয়ে যা করে বসলেন 'প্যাসেঞ্জার', নিমেষে ঘাম ছুটল চা-ওয়ালার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল