Indian Railways: 'এই যে, এদিকে আসুন তো, ব্যাগের মধ্যে চকচক করছে কী...' স্টেশনে দুজনকে ধরতেই পর্দাফাঁস, বিশ্বাস হচ্ছিল না RPF-এরও
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Indian Railways: বিশেষ অভিযানের সময়ে এই রুপোর গয়না বাজেয়াপ্ত করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ একটি অভিযান চালায়।
advertisement
1/6

নাগপুর: রেলপথে অবৈধভাবে মূল্যবান সামগ্রী পরিবহনের বিরুদ্ধে বড় পদক্ষেপ দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের। আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF), নাগপুর ডিভিশন, গত সোমবার গন্ডিয়া রেলওয়ে স্টেশনে ১০.৩৬৮ কেজি রূপার গয়না উদ্ধার করে। যার মূল্য ৯.৭৪ লাখ টাকা।
advertisement
2/6
বিশেষ অভিযানের সময়ে এই রুপোর গয়না বাজেয়াপ্ত করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ একটি অভিযান চালায়। আর ট্রেন নম্বর ১৫২৩১ বারাউনি এক্সপ্রেস অভিযান চালাতেই খোঁজ মেলে ওই মূল্যবান সামগ্রীর।
advertisement
3/6
যৌথ অভিযানের সময়, প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে চলাফেরা করা দুই যাত্রীকে আটক করা হয়। তাদের মালপত্র তল্লাশির সময়ই RPF তাদের কাছ থেকে প্রায় ১০.৩৬৮ কেজি রূপার গয়না উদ্ধার করে।
advertisement
4/6
অভিযুক্তদের মধ্যে রয়েছে নরেশ ভালাইচা (৬২), তিনি গন্ডিয়ার সিন্ধি কলোনির বাসিন্দা। এবং বিষ্ণু নাগভিরে (৫৪), তিনি গন্ডিয়ার শ্রী নগর ওয়ার্ডের বাসিন্দা।
advertisement
5/6
সঙ্গে থাকা গয়না বৈধ নথি ওই দুই অভিযুক্ত দেখাতে পারেনি। গয়নার অবৈধ পাচার ও কর ফাঁকির অভিযোগে RPF অবিলম্বে আরও তদন্তের জন্য নাগপুরের আয়কর বিভাগকে জানায়। গয়নাগুলি বাজেয়াপ্ত করা হয় এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য আয়কর কর্মকর্তাদের হাতে তাদের তুলে দেওয়া হয়।
advertisement
6/6
RPF-এর তরফে রেল যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে। কোনও গণ্ডগোলের আভাস পেলেই আরপিএফ বা GRP-কে খবর দিতে বলা হয়েছে। ট্রেনের মাধ্যমে চোরাচালান, মাদকদ্রব্য, মুদ্রা, গয়না বা মানব পাচারের সঙ্গে সম্পর্কিত কোনও সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করলেই প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: 'এই যে, এদিকে আসুন তো, ব্যাগের মধ্যে চকচক করছে কী...' স্টেশনে দুজনকে ধরতেই পর্দাফাঁস, বিশ্বাস হচ্ছিল না RPF-এরও