TRENDING:

Worship Lord Shiva: অল্পে তুষ্ট হন কিন্তু অনাচারে হয় তাণ্ডব, সংসারের মঙ্গলে তাঁর আশীর্বাদই পাথেয়

Last Updated:
সোমবার দিন যে দেবতার অর্চনা করা (How to worship lord shiva) হয় তিনি দেবাদিদেব মহাদেব (Mahadev)৷ তিনি ত্রিনাথের অন্যতম৷ তাঁর আরাধনায় বাধা বিঘ্ন টলে যায়৷ তাই মানুষ ভক্তিভরে তাঁর অর্চনা করেন৷
advertisement
1/6
অল্পে তুষ্ট হন কিন্তু অনাচারে হয় তাণ্ডব, সংসারের মঙ্গলে তাঁর আশীর্বাদই পাথেয়
সোমবার দিন যে দেবতার অর্চনা করা (How to worship lord shiva) হয় তিনি দেবাদিদেব মহাদেব (Mahadev)৷ তিনি ত্রিনাথের অন্যতম৷ তাঁর আরাধনায় বাধা বিঘ্ন টলে যায়৷ তাই মানুষ ভক্তিভরে তাঁর অর্চনা করেন৷ তবে প্রতি দেবতার মতো তাঁর পূজারও বিশেষ কিছু রীতি রয়েছে৷ যা মেনেই তাঁর অর্চনা করা হয়৷ সামাণ্যতম ভুলেও দারুণ রেগে যেতে পারেন রুদ্রদেব৷ Photo-File
advertisement
2/6
হিন্দু দেব-দেবীদের পুজো মানেই বিশাল ব্যাপারস্যাপার। জাঁকজমক না থাকলে যেন তাঁরা যেন খুশি হতেই চান না। তাঁদের সাজপোশাক থেকে শুরু করে ভোগের আয়োজন— সবেতেই যেন প্রাচুর্যের ছোঁয়া। Photo-File
advertisement
3/6
সেদিক থেকে একজনই রয়েছেন যাঁর পুজোয় (How to worship lord shiva) তেমন কিছুই খরচ হয় না ভক্তদের। তিনি স্বয়ং দেবাদিদেব (Mahadev)। ধুতরো ফুল, বেল পাতা আর জলেই তিনি খুশি। তবে অনেকেই বাবার মাথায় জলের বদলে দুধও ঢালেন। Photo-File
advertisement
4/6
শিবলিঙ্গে (Lord Shiva) অনেকে চন্দনের প্রলেপও লাগিয়ে দেন। তবে শিব পুরাণ মতে, মহাদেব বেশি খুশি হন যদি তাঁকে ভস্ম মাখানো হয়। Photo-File
advertisement
5/6
কিন্তু এই পুরাণেই রয়েছে এক সতর্কবার্তা। যেখানে বলা হয়েছে যে, শিবলিঙ্গে (Lord Shiva) কখনই হলুদ লাগানো বা হলুদ জল ঢালা উচিত নয়। এর কারণ মূলত দু’টি— পুরাণ মতে, শিবলিঙ্গ আদতে পুরুষ যৌনাঙ্গের প্রতীক। তাঁকে ঠান্ডা রাখতে চন্দন, ভস্ম, দুধ ও জল দিয়ে পুজো করা হয়। Photo-File
advertisement
6/6
হলুদ আদতে সৌন্দর্য্যের উপাদান। যা থেকে মহাদেব (Mahadev) শত হস্ত দূরে। তিনি খুবই সাধারণ জীবনযাপন করেন। পরনে বাঘছাল, গায়ে ভস্ম মেখেই কাটান। পার্থিব জিনিসের প্রতি তাঁর কোনও আকর্ষণ নেই। তাই তিনি ‘ভোলা বাবা’। Photo-File
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Worship Lord Shiva: অল্পে তুষ্ট হন কিন্তু অনাচারে হয় তাণ্ডব, সংসারের মঙ্গলে তাঁর আশীর্বাদই পাথেয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল