TRENDING:

Gold Mines In India:শুধু 'শঙ্করের আফ্রিকা' নয়, ভারতেও আছে সোনার খনি, চারপাশে শুধু তাল তাল সোনা, কোথায় বলুন তো? পড়ুন

Last Updated:
Gold Mines In India: সোনা কে না ভালবাসে? আথচ সোনার দাম বেড়েই চলেছে। শুক্রবার রেকর্ড দাম সোনার। জানেন কি, শুধু 'শঙ্করের আফ্রিকা' নয়, আমাদের ভরতেও কিন্তু আছে সোনার খনি, কোথায় জেনে নিন
advertisement
1/8
শুধু 'শঙ্করের আফ্রিকা' নয়, ভারতেও আছে সোনার খনি, চারপাশে শুধু তাল তাল সোনা, কোথায় বলুন তো?
সোনা! এই হলুদ ধাতুর প্রতি কার না আকর্ষণ? সেই প্রাচীন কালের রাজা-মহারাজা থেকে, আজকের জেন-জি... সোনা সবাই ভালবাসে! এককথায়, সোনার কোনও বিকল্প নেই! কিন্তু সোনার দাম ফের আকাশছোঁয়া ৷ গত কয়েকদিন দাম কমার পর ফের হুড়মুড়িয়ে বাড়তে শুরু করেছে সোনালি ধাতুর দাম ৷ আমেরিকা ও চিনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ এবং ডলারের দুর্বলতার কারণে, বৃহস্পতিবার সোনার দামে অসাধারণ বৃদ্ধি দেখা গিয়েছে। একই সময়ে, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ তারিখে, সোনার দাম প্রায় ৩% বেড়ে সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
advertisement
2/8
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'চাদের পাহাড়'-এর গল্প সবার জানা! সেই আফ্রিকার সোনার খনির খোঁজে অভিযান শঙ্করের! কিন্তু শুধু গল্পে পড়া আফ্রিকা নয়, আমাদের ভারতেও কিন্তু রয়েছে সোনার খনি, যার কথা অনেকেই জানেন না। প্রতি বছর ভারতে ৮০০ মেট্রিক টন সোনা ইমপোর্ট করা হয়। WGC-র মতে, ভারতে ২,১৯১.৫৩ মেট্রিক টন সোনা রয়েছে। তবে, এর অধিকংশের-ই খোঁজ পাওয়া যায় নি। বলুন তো ভারতে কোথায় সোনার খনি আছে?
advertisement
3/8
রামাগিরি সোনার খনি-- এটি অন্দ্র প্রদেশে অবস্থিত। ব্রিটিশরা এই সোনার খনি থেকে প্রচুর সোনা নিষ্কাষণ করেছে। এই খনিতে চার টন সোনা রয়েছে, রয়েছে প্রচুর পরিমাণ তামা, লেড ও জিংক। বর্তমানে এই খনি এমইসিএল-এর সত্ত্বাধীন।
advertisement
4/8
লাভা সোনার খনি-- ঝারখণ্ডের চান্ডিলে অবস্থিত এই সোনার খনি।
advertisement
5/8
জোন্নাগিরি সোনার খনি-- এটি অন্ধ্র প্রদেশে অবস্থিত, তেলেঙ্গানার বর্ডারে। এটিই একমাত্র সোনার খনি, যেটি বেসরকারি সংস্থার মালিকাধীন।
advertisement
6/8
গনজুর সোনার খনি-- এই সোনার খনি কর্ণাটকে অবস্থিত, গোয়ার বর্ডারে। এই খনির মালিকানা 'ডেকান গোল্ড মাইন' নামে একটি বেসরকারি সংস্থার। ২০২২-এ সোনা উৎপাদন করার কথা ছিল, কিন্তু ২০২১ সালে খনির মাইনিং লিজ বাতিল করে দেয় সরকার।
advertisement
7/8
হুট্টি সোনার খনি-- কর্ণাটকে অবস্থিত এই সোনার খনিটি কর্ণাটক সরকারের। রায়চুর জেলায় দুটি খনি আছে-- হুট্টি ও উটি। হুট্টি ভারতের একমাত্র সোনার খনি, যেটি এখন-ও সক্রিয়। প্রতি বছর ১.৮ টন সোনা উৎপাদন করে। খনিটি ২০০০ বছরের পুরনো। মহাভারত ও রামায়নেও এই সোনার খনির উল্লেখ রয়েছে।
advertisement
8/8
কোলার সোনার খনি-- কর্ণাটকে এই খনিটি অবস্থিত। এটি ভারতের সবথেকে প্রাচীন সোনার খনি। এটি ভারতের সবথেকে গভীর সোনার খনি-ও। ১৮৮০ সালে ব্রিটিশরা এই খনিটি বানিয়েছিল, ২০০১ সাল পর্যন্ত কাজ চলত এখানে। মোট ৮০০ টন সোনা উৎপাদন করেছে এই সোনার খনি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Gold Mines In India:শুধু 'শঙ্করের আফ্রিকা' নয়, ভারতেও আছে সোনার খনি, চারপাশে শুধু তাল তাল সোনা, কোথায় বলুন তো? পড়ুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল