GK: ভয়ঙ্কর কাণ্ড! মুখ খুলতেই বেরিয়ে এল ২৫ হাজার দাঁত, বলুন তো কার?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GK Which Animal Has 25000 Teeth: বলুন তো, এই বিশ্বে কার মোট ২৫ হাজার দাঁত রয়েছে? কী পড়েই আবাক হলেন? অবাক হলেও এই কথা সত্য়ি।
advertisement
1/7

আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
advertisement
2/7
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
advertisement
3/7
তবে আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটির উত্তর খুব একটা কঠিন নয়, কিন্তু তারপরও অনেকেই উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন।
advertisement
4/7
বলুন তো, এই বিশ্বে কার মোট ২৫ হাজার দাঁত রয়েছে? কী পড়েই আবাক হলেন? অবাক হলেও এই কথা সত্য়ি। আমাদের মানুষের যেমন ৩২টি দাঁত থাকে, ঠিক তেমনই এমন এক প্রাণী রয়েছে যার দাঁতের সংখ্যা ২৫০০০।
advertisement
5/7
এবার আসা যাক প্রশ্নের উত্তরে। বিশ্বের একমাত্র প্রাণী যার সব থেকে বেশি ২৫ হাজার দাঁত রয়েছে সেই প্রাণী আমাদের সকলেরই চেনা। তার নাম হল শামুক। ইংরেজিতে একে স্নেইল বলে থাকে।
advertisement
6/7
একটি শামুকের মুখ অনেক একটি পিনের মাথার চেয়ে বড় নয়। ডেন্টাল সিলেক্টের প্রতিবেদন অনুযায়ী, শামুকের মুখ প্রায় একটি পিনের আকারের, তবে এটিতে ২৫ হাজারেরও বেশি দাঁত থাকতে পারে।
advertisement
7/7
তবে আপনাদের মনে হতেই পারে এত ছোট মুখে ২৫ হাজার দাঁত কোথায় থাকে? শামুকের দাঁত সাধারণ দাঁতের মতো নয়৷ এগুলি খুব ছোট আকারের হয়। দাঁতগুলি তাদের জিভের মধ্যে সারিবদ্ধভাবে থাকে।