TRENDING:

GK Indian Mango in China: বলুন তো, ভারতের কোন প্রধানমন্ত্রী চিনে আম গাছ পাঠিয়েছিলেন? ৯৯‍% মানুষই জানেন না সঠিক উত্তরটি...

Last Updated:
GK Indian Mango in China: ভারতের এই প্রধানমন্ত্রী চিনকে দশেরী ও ল্যাংড়া আম গাছ উপহার দিয়েছিলেন। সেই গাছ থেকেই আজ চিন আম উৎপাদন ও রফতানিতে ভারতকে টেক্কা দিচ্ছে। আম কূটনীতির এই গল্প আজও ইতিহাসে গুরুত্ববহ। বিস্তারিত জানুন...
advertisement
1/7
বলুন তো, ভারতের কোন প্রধানমন্ত্রী চিনে আম গাছ পাঠান? ৯৯‍% মানুষই জানেন না সঠিক উত্তরটি
ভারতকে বলা হয় বিশ্বের আম উৎপাদনের রাজধানী, কারণ এখানেই সবচেয়ে বেশি আম উৎপাদিত হয়। কিন্তু জানলে অবাক হবেন, এখন চিনও ভারতকে আম রফতানিতে টেক্কা দিচ্ছে। প্রশ্ন হল, ভারতীয় আমের গাছ চিনে পৌঁছাল কীভাবে? চলুন জেনে নিই সেই ইতিহাস।
advertisement
2/7
আমকে ভারতে ‘ফলের রাজা’ বলা হয়। আমের মৌসুম এলেই মানুষ ঝাঁপিয়ে পড়ে খেতে, আর তা দিয়ে বিভিন্ন রেসিপিও বানায়। ভারতীয় বাজারে দশেরী, আলফানসো, চৌসা, ল্যাংড়া প্রভৃতি জাতগুলির বিপুল চাহিদা থাকে। এই সব জাতের স্বাদ, রং ও আকার আলাদা এবং বিশ্ব বাজারেও এদের জনপ্রিয়তা আছে। কিন্তু বর্তমানে চিনেও এই জাতগুলির চাষ হচ্ছে।
advertisement
3/7
চিন এখন শুধুমাত্র দশেরী, আলফানসো বা ল্যাংড়া জাতের আম চাষই করছে না, বরং সেগুলি বিশ্বব্যাপী রফতানিও করছে। অবাক করা বিষয় হল, কিছু আম তো আবার চিন থেকে আমদানি হয়ে ভারতেও ফিরে আসছে। তাহলে চিনে আমের গাছ গেল কোথা থেকে?
advertisement
4/7
স্বাধীনতার পর ভারত ও পাকিস্তান আলাদা রাষ্ট্রে বিভক্ত হয়, কিন্তু উভয় দেশেরই জাতীয় ফল ছিল আম। তখন কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে অনেক সময় রাষ্ট্রপ্রধানেরা উপহার হিসেবে আম দিতেন। ১৯৫০-এর দশকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বিদেশ সফরে গেলে সেই দেশের রাষ্ট্রপ্রধানকে আমের বাক্স উপহার দিতেন।
advertisement
5/7
১৯৫৫ সালে পণ্ডিত নেহরু চিন সফরে গেলে তিনি চিনের তৎকালীন প্রধানমন্ত্রী চৌ এনলাইকে দশহরি ও ল্যাংড়া জাতের মোট ৮টি আম গাছ উপহার দেন। সেই গাছগুলি গুআংঝৌ পিপলস পার্কে রোপণ করা হয়। এর পিছনে ছিল আরেকটি ঘটনা—১৯৫৪ সালের ১৪ নভেম্বর, নেহরুর ৬৫তম জন্মদিনে চিন থেকে তাকে উপহার হিসেবে চিত্তি হরিণ, লাল ঝুঁটির সারস এবং ১০০টি সোনালী মাছ পাঠানো হয়েছিল। তারই পাল্টা উপহার ছিল এই আম গাছগুলি।
advertisement
6/7
আজ বিশ্বের ৪০ শতাংশ আম ভারতেই উৎপন্ন হয়। তবুও রফতানির দিক থেকে গত দুই বছর ধরে চিন এগিয়ে রয়েছে। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, ভারত ৫৫.৯৪ মিলিয়ন ডলারের আম রফতানি করেছে, যেখানে চিনের রফতানির পরিমাণ ছিল ৫৯.৪৩ মিলিয়ন ডলার। অর্থাৎ, ভারত থেকে আমের গাছ উপহার পেয়ে এখন সেই আম দিয়েই চিন আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে।
advertisement
7/7
এই ঘটনা শুধু কূটনৈতিক উপহারের স্মৃতি নয়, বরং তা আজ ভারতের জন্য প্রতিযোগিতার চিত্রও তুলে ধরেছে। বিশ্ববাজারে আম রফতানিতে ভারতকে টেক্কা দিতে চিন এখন ভারতীয় আম গাছকেই হাতিয়ার করছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK Indian Mango in China: বলুন তো, ভারতের কোন প্রধানমন্ত্রী চিনে আম গাছ পাঠিয়েছিলেন? ৯৯‍% মানুষই জানেন না সঠিক উত্তরটি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল