General Knowledge Story: বাথরুম, ওয়াশরুম, টয়লেট ব্যবহার তো করেন! এদের মধ্যে পার্থক্য কী জানেন?
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
বাথরুম, ওয়াশরুম, টয়লেট ব্যবহার তো করেন৷ কিন্তু এক নয়৷ আলাদা৷ কীভাবে? জেনে নিন৷
advertisement
1/7

দৈনন্দিন জীবনে বাথরুম, ওয়াশরুম এবং টয়লেট এই শব্দগুলির ব্যবহার আমরা প্রায়শই করে থাকি৷ অথচ বেশিরভাগ সময়ে এই আলাদা-আলাদা শব্দগুলো একই অর্থে ব্যবহৃত হয়৷ কিন্তু জানেন কি এদের অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা৷
advertisement
2/7
শুনলে অবাক হবেন এখন আমরা বাথরুম, ওয়াশরুম, টয়লেটকে এক জায়গার জন্য ব্যবহার করলেও শব্দগুলোর কিন্তু আলাদা আলাদা অর্থ রয়েছে৷
advertisement
3/7
অনেক শিক্ষিত ব্যক্তিই কিন্তু এই তিন জায়গার আলাদা আলাদা নাম কী তা জানেন না৷ এমনকি এই তিন শব্দ যে মোটেও এক জায়গাকে বোঝায় না, তা শুনে বেশ অবাক-ই হবে৷ জেনে নিন কোন জায়গাকে ওয়াশরুম আর কাকেই বা টয়লেট বলে৷
advertisement
4/7
বাথরুম কোনও নির্দিষ্ট জায়গা নয়৷ এটি একটি কমন শব্দ৷ প্রতিটা বাড়িতেই এটি থাকে৷ সেখানে স্নান করার জায়গা যেমন থাকে, টয়লেট সিটও থাকে৷ তবে সব সময় যে সকলের বাড়িতে টয়লেট সিট থাকবেই তা নাও হতে পারে৷ অনেকের বাড়িতে টয়লেট সিট আলাদা করে থাকে৷
advertisement
5/7
ওয়াশরুম হল এমন জায়গা, যেখানে টয়লেট সিট থাকে৷ বেসিনও থাকে৷ ওয়াশরুম কিন্তু আলাদা করে স্নান করার জায়গা বা জামাকাপড় বদলোর জায়গা থাকার কথা না৷
advertisement
6/7
টয়লেট হল সেই জায়গা, তাতে শুধু প্রস্রাব করা যায়৷ আলাদা করে হাত ধোওয়ার কোনও জায়গা থাকে না৷
advertisement
7/7
এখন যদিও এই তিন শব্দের আলাদা কোনও প্রয়োগ দেখা যায় না৷ তিনটি শব্দ বলতেই এখন বোঝানো হয়, এমন জায়গা, যাতে প্রস্রাবের যেমন জায়গা রয়েছে, তেমনই হাত ঝোওয়া ও স্নানেরও জায়গা থাকবে৷ তাই আর এই শব্দের আলাদা কোনও মাহাত্ম নেই৷ তাও এই তিন শব্দের অর্থ জেনেই ব্যবহার করা ভাল৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge Story: বাথরুম, ওয়াশরুম, টয়লেট ব্যবহার তো করেন! এদের মধ্যে পার্থক্য কী জানেন?