TRENDING:

General Knowledge: বলুন তো 'ATM' শব্দের ফুলফর্ম কী? ৯৯% মানুষ যা ভাবছেন তা ভুল কিন্তু

Last Updated:
General Knowledge: এই প্রতিবেদনে তেমন একটি ট্রিকি প্রশ্ন করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে ATM- এর ফুল ফর্ম কী? বর্তমানে আমরা সকলেই কমবেশি ATM ব‍্যবহার করে থাকি টাকা তোলার জন‍্য। ব‍্যাঙ্কের লম্বা লাইন থেকে মুক্তি দিয়েছে ATM।
advertisement
1/6
বলুন তো 'ATM' শব্দের ফুলফর্ম কী? ৯৯% মানুষ যা ভাবছেন তা ভুল কিন্তু
সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের অনেকের কাছেই খুব প্রিয়। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
advertisement
2/6
এমন অভ্যাস যাদের রয়েছে তাদের পক্ষে খুব ভাল বিষয়। তার কারণ অজানা বিষয় জেনে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়। একসঙ্গে ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়।
advertisement
3/6
একইসঙ্গে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় বুদ্ধির প্রশ্নও এসে থাকে। তবে আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
4/6
এই প্রতিবেদনে তেমন একটি ট্রিকি প্রশ্ন করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে ATM- এর ফুল ফর্ম কী? বর্তমানে আমরা সকলেই কমবেশি ATM ব‍্যবহার করে থাকি টাকা তোলার জন‍্য। ব‍্যাঙ্কের লম্বা লাইন থেকে মুক্তি দিয়েছে ATM।
advertisement
5/6
তবে, রোজ ব‍্যবহার করলেও অনেকেই জানেন না ATM-এর পুরো কথা কী? অনেকের মনে হয় ATM- এর কোনও ফুলফর্ম নেই। আবার অনেকের মতে যেহেতু সবসময় টাকা পাওয়া যায় তাই তার পুরো কথা 'All Time Money'।
advertisement
6/6
কিন্তু না একেবারেই নয়। ATM-এর পুরো কথা হল Automated teller machine। বর্তমানে, ব‍্যাঙ্কে না গিয়েও ব‍্যাঙ্কের সমস্ত কাজ এই মেশিনে করা যায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: বলুন তো 'ATM' শব্দের ফুলফর্ম কী? ৯৯% মানুষ যা ভাবছেন তা ভুল কিন্তু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল