TRENDING:

Fun Facts: কেন হোটেলের বিছানায় সাদা চাদর ব্যবহার করা হয়? আসল কারণ জানলে চমকে যাবেন

Last Updated:
সাদা রং তো অন্য রং-এর তুলনায় অনেক তাড়াতাড়ি ও সহজে ময়লা হয়! তারপর-ও কেন হোটেল কর্তৃপক্ষ সাদা রং- এর চাদর ও বালিশের কভার-ই বেছে নেন? এর নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ--
advertisement
1/5
কেন হোটেলের বিছানায় সাদা চাদর ব্যবহার করা হয়? আসল কারণ জানলে চমকে যাবেন
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে একটা জিনিস নজর করেছেন? অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, হোটেলের বিছানায় সাদা রং-এর চাদর ও বালিশের কভার ব্যবহার করা হয়। কখনও ভেবে দেখেছেন, এত রং থাকতে কেন শুধু সাদা রং-ই বাছা হল ? এদিকে, সাদা রং তো অন্য রং-এর তুলনায় অনেক তাড়াতাড়ি ও সহজে ময়লা হয়! তারপর-ও কেন হোটেল কর্তৃপক্ষ সাদা রং- এর চাদর ও বালিশের কভার-ই বেছে নেন? এর নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ--
advertisement
2/5
শোনা যায় নব্বইয়ের দশকে আমেরিকার একটি হোটেল সাদা চাদর ব্যবহার শুরু করে। তারপর থেকেই এই প্রথা চলে আসছে। পরিস্কার সাদা বালিশ ও চাদর হোটেলে আসা অতিথিদের মনে আলাদা এক স্নিগ্ধতার অনুভূতি তৈরি করে।
advertisement
3/5
সাদা রং আলোর সবচেয়ে বেশি প্রতিফলন ঘটায়। তাই সাদা চাদর, বালিশ বা পর্দা ব্যবহারে হোটেলের ঘর অনেক বেশি উজ্জ্বল দেখায়। ঘরে বেশি সাদা রং ব্যবহার করলে ঘর বড়-ও দেখায়।
advertisement
4/5
যদি হোটেলের সব চাদর সাদা রং-এর হয়, তবে একইসঙ্গে সবগুলি ধুয়ে নেওয়া অনেক সহজ। পরিবর্তে, যদি ভিন্ন ভিন্ন রং-এর চাদর ব্যবহার করা হয়, সেক্ষেত্রে একটা চাদর থেকে রং উঠে অন্য চাদরে লেগে যাওয়ার ঝুঁকি থাকে।
advertisement
5/5
হোটেলের দেওয়াল বা পর্দা যে রং-এরই হোক না কেন, সাদা রং-এর বেডকভার ও বালিশের কভার সব রং-এর সঙ্গেই মানানসই।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Fun Facts: কেন হোটেলের বিছানায় সাদা চাদর ব্যবহার করা হয়? আসল কারণ জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল