TRENDING:

International Women’s Day 2022|| ওঁরা ছকভাঙা! দেশের জনপ্রিয় ৫ মহিলা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার! গল্প জানুন...

Last Updated:
International Women’s Day 2022: আন্তর্জাতিক নারী দিবসে রইল ভারতের শীর্ষ ৫ মহিলা সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের কথা, যারা সমাজের বহু স্তরের মানুষের জীবনকে কোনও না কোনওভাবে স্পর্শ করেছে।
advertisement
1/6
ওঁরা ছকভাঙা! দেশের জনপ্রিয় ৫ মহিলা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার! গল্প জানুন...
*আন্তর্জাতিক নারী দিবস ২০২২: প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। দিনটি পালনের উদ্দেশ্য নারী অধিকারের স্বীকৃতি দেওয়া। আজ নারী স্থল-জল-আকাশে সমান পারদর্শী। তাঁকে দমাবে এমন শক্তি নেই। তাই আন্তর্জাতিক নারী দিবসে রইল ভারতের শীর্ষ ৫ মহিলা সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের কথা, যারা সমাজের বহু স্তরের মানুষের জীবনকে কোনও না কোনওভাবে স্পর্শ করেছে।
advertisement
2/6
*প্রিয়াঙ্কা কোচার (Priyanka Kochhar): প্রিয়াঙ্কা কোচারের নাম শোনেননি এমন সোশ্যাল মিডিয়া ব্যবহারারী খুজেপাওয়া বিরল। মডেল হওয়ার পাশাপাশি তিনি একজন তুখোড় বাইক রাইডার। ইনস্টাগ্রামে তাঁর ফ্যান ফলোয়ার সংখ্যা ৪ লক্ষ ৭৪ হাজারের বেশি। নতুন বাইক লঞ্চ করা থেকে শুরু করে মোটরস্পোর্ট সম্পর্কে অবহিত করা, প্রিয়াঙ্কা কোচার জুরি মেলা ভার। আর তাঁর এমন অভিনব কেরিয়ারের জন্য তিনি এত সুপরিচিত৷
advertisement
3/6
*ডাঃ ত্রিনেত্র হালদার গুম্মারাজু (Dr Trinetra Haldar Gummaraju): ত্রিনেত্র ভারতের প্রথম ট্রান্স মহিলা ডাক্তার। এ ছাড়াও তিনি একজন মেডিক্যাল পড়ুয়া (উচ্চ শিক্ষা জন্য পড়াশুনা করছেন),সামাজিক আন্দোলনের কর্মী এবং শিল্পী। ২৩ বছর বয়সেই তিনি জনপ্রিয় ব্লগার। তাঁর ইউটিউব চ্যানেল 'দ্য ত্রিনেত্র মেথড'-এ জীবনযাত্রার বিবরণ দিয়ে খুব কম সময়ে মানুষের মন জয় করে নিয়েছেন। ত্রিনেত্র লিঙ্গ, যৌনতা, কুয়্যারফোবিয়া, মানসিক স্বাস্থ্য এবং নারী ক্ষমতায়নের মতো নানা বিষয়ে মানুষকে তথ্য সরবরাহ করেন।
advertisement
4/6
*ডলি সিং (Dolly Singh): ডলি সিং সোশ্যাল মিডিয়ার নয়া সেনসেশন। ডলির বিনোদনমূলক এবং ফ্যাশন ট্রেন্ডের ভিডিও তুমুল জনপ্রিয়। তিনি iDiva দিয়ে তার যাত্রা শুরু করেছিলেন। বর্তমানে ডলির নিজস্ব Instagram এবং YouTube চ্যানেল রয়েছে। ডলি সিং কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, আয়ুষ্মান খুরানা এবং পঙ্কজ ত্রিপাঠীর মতো অনেক বলিউড সেলিব্রিটিদের সঙ্গেও ভিডিও করেছেন। ইনস্টাগ্রামে ডলির 1.1 মিলিয়ন ফলোয়ার রয়েছে।
advertisement
5/6
*অনুপ্রিয়া কাপুর (Anupriya Kapoor)- অনুপ্রিয়া কাপুর একজন সিঙ্গেল মাদার, রানার, ব্লগার এবং প্রসবোত্তর বিষন্নতা কাটিয়ে ওঠা ( postpartum depression survivor) ভারতীয় নারী। তিনি Imbunatural Intimate Hygiene Care for Women-র সহ-প্রতিষ্ঠাতা। তিনি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ নারীকে তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করতে অনুপ্রাণিত করেন। 'মম অন দ্য রান' খেতাবও জিতেছেন অনুপ্রিয়া কাপুর।
advertisement
6/6
*প্রযুক্তা কোহলি (Prajakta Kholi): প্রযুক্তা কোহলি জনপ্রিয় YouTuber এবং অভিনেত্রী। প্রযুক্তা কমেডি ভিডিও তৈরি করেন। 'মোস্টলি সেন' নামে তাঁর ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করেন প্রযুক্তা। সোশ্যাল মিডিয়ায় তাঁর নিত্য আনাগোনা। ইউটিউবে তার ৬.১১ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। বর্তমানে, প্রাযুক্তা ইউটিউবে ভারতের মধ্যে সবচেয়ে নামী মহিলা কমেডি নির্মাতা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
International Women’s Day 2022|| ওঁরা ছকভাঙা! দেশের জনপ্রিয় ৫ মহিলা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার! গল্প জানুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল