TRENDING:

৫ সংখ্যার নম্বর লেখা থাকে ট্রেনের গায়ে, দেখেছেন তো? বলুন তো, এর মানে কী?

Last Updated:
Train knowledge story- যে কোনও ট্রেনের কামরায় এমনই অনেক তথ্য থাকে, যা আমরা সফর করার সময় দেখি না, বা দেখে থাকলেও সেভাবে খেয়াল করি না।
advertisement
1/5
৫ সংখ্যার নম্বর লেখা থাকে ট্রেনের গায়ে, দেখেছেন তো? বলুন তো, এর মানে কী?
পাঁচ সংখ্যার নম্বর লেখা থাকে ট্রেনের কামরার গায়ে। আমরা অনেকেই সেটা দেখেছি। তবে কখনও কি ভেবে দেখেছেন, সেই ৫ সংখ্য়া কেন লেখা থাকে? না জানা থাকলে আজ আমরা সেই উত্তর দেব।
advertisement
2/5
এই ৫টি সংখ্যার নম্বর ট্রেনের সম্পর্কে অনেক কথা বলে দিতে পারে। প্রথম যে ২টি সংখ্যা থাকে সেটি ট্রেনের বয়স বলে দিতে পারে। যেমন ০৫৩২০ লেখা থাকলে ধরে নিতে হবে ট্রেনের কামরা ২০০৫ সালে তৈরি।
advertisement
3/5
এবার দেখে নেওয়া যাক, শেষের তিনটি সংখ্যার মানে কী! অর্থাৎ ছবিতে ট্রেনের যে কামরা রয়েছে তার শেষের তিনটি সংখ্যা- ২৩০-র মানে কী!
advertisement
4/5
শেষ ৩টি সংখ্যা যদি ০০১ থেকে ০২৫-এর মধ্যে হয় তা হলে বুঝতে হবে কামরাটি এসি প্রথম শ্রেণির কামরা। ০৫১ থেকে ১০০-র মধ্যে মানে এসি টু টায়ার, ১০১ থেকে ১৫০-র মধ্যে মানে এসি থ্রি টায়ার, ১৫১ থেকে ২০০-র মধ্যে অর্থাৎ এসি চেয়ার কার, ২০১ থেকে ৪০০ মানে দ্বিতীয় শ্রেণির স্লিপার, ৪০১ থেকে ৬০০-র মধ্যে মানে সাধারণ দ্বিতীয় শ্রেণি, ৮০১-এর উপরে মানে প্যান্ট্রি কার বা জেনারেটর।
advertisement
5/5
যে কোনও ট্রেনের কামরায় এমনই অনেক তথ্য থাকে, যা আমরা সফর করার সময় দেখি না, বা দেখে থাকলেও সেভাবে খেয়াল করি না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
৫ সংখ্যার নম্বর লেখা থাকে ট্রেনের গায়ে, দেখেছেন তো? বলুন তো, এর মানে কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল