TRENDING:

'টাকা আমি রোজগার করে নেব...', রাত ২টোয় Video কলে কান্নায় ভেঙে পড়লেন মেডিসিন পড়ুয়া! উত্তরে বাবা যা বললেন, মুহূর্তে ভাইরাল!

Last Updated:
Father Daughter Viral: মেয়েটি ও তাঁর বাবার মধ্যে একটি ভিডিও কলের কিছু হৃদয়স্পর্শী মুহূর্ত অনলাইনে পোস্ট হতেই ঝড় তুলেছে নেটপাড়ায়। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, রাতের শেষের দিকে কেরিয়ারের চাপে জর্জরিত এক মেয়ে সমানে কেঁদে চলেছেন। আর তাঁর বাবা শান্ত গলায় তাঁকে আশ্বস্ত করে চলেছেন।
advertisement
1/8
'টাকা আমি রোজগার করে নেব...', রাত ২টোয় Video কলে কান্নায় ভেঙে পড়লেন মেডিসিন পড়ুয়া!
পড়াশোনার পথে অনেক সময়ই ছাত্র-ছাত্রীরা এমন বাঁকে এসে পড়েন যখন তাঁদের কেরিয়ারের চাপের সামনে ভেঙে পড়তে দেখা যায়। এমনই একটি ছাত্রীর ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হয়েছে।
advertisement
2/8
মেয়েটি ও তাঁর বাবার মধ্যে একটি ভিডিও কলের কিছু হৃদয়স্পর্শী মুহূর্ত অনলাইনে পোস্ট হতেই ঝড় তুলেছে নেটপাড়ায়। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, রাতের শেষের দিকে কেরিয়ারের চাপে জর্জরিত এক মেয়ে সমানে কেঁদে চলেছেন। আর তাঁর বাবা শান্ত গলায় তাঁকে আশ্বস্ত করে চলেছেন।
advertisement
3/8
বাবাকে অবশ্য এই ভিডিওতে দেখা যায়নি। তবে তাঁর গলায় মেয়ের জন্য ভালোবাসা, স্নেহ ও বিশ্বাস ছিল ভরপুর। বার বারই তিনি তাঁর কন্যাকে মনে করিয়ে দেন, তাঁর মূল্য কখনও পরীক্ষার ফলাফলের উপর নির্ভরশীল নয়, ডাক্তারিতে সে ভাল না করতে পারলেও অন্য অনেক পথ রয়েছে নিজের জীবনে বড় হওয়ার জন্য।
advertisement
4/8
ভাইরাল এই ভিডিও ক্লিপটিতে রাত প্রায় দুটো নাগাদ ফোনে হাপুস নয়নে কাঁদতে দেখা যায় মেয়েটিকে। ভিডিও ক্লিপের স্ক্রিনে একটি টেক্সট-সহ লেখা ফুটে ওঠে: "যখন আমি রাত ২টায় আমার বাবাকে ফোন করি, আর তিনি আমাকে অনুপ্রাণিত করেন ও সবসময় আমার পাশে থাকেন সাহায্যের জন্য।"
advertisement
5/8
কলে, বাবাকে বলতে শোনা যায়। "এমন নয় যে, ডাক্তার হতে পারলেই জীবনে সব কিছু পাবে। ডাক্তার না হলেও সেটা সম্ভব। পৃথিবীতে অনেক ভাল ভাল চাকরি আছে। এমনও নয় যে তোমার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে, তোমার কাছে আর সময় নেই।" Representative Image
advertisement
6/8
আরও গভীর আশ্বাস জুগিয়ে মেয়েকে তিনি বলেন, "কারও ভবিষ্যৎ শুধুমাত্র একটি পেশার উপর নির্ভর করে না।" একইসঙ্গে মেয়েকে পড়াশোনা ছেড়ে ব্রেক নেওয়ারও পরামর্শ দেন পিতা। তিনি বলেন,"সাফল্য শুধুমাত্র একটি পথের মধ্যে সীমাবদ্ধ নয়। তাছাড়া মেয়েকে আর্থিক উদ্বেগের বোঝা বহন করতে হবে না বলেও আশ্বাস দেন বাবা। Representative Image
advertisement
7/8
বাবার কথায় "তুমি বুদ্ধিমান। বাজারে প্রচুর কাজ রয়েছে। আর আমি এখনও বৃদ্ধ নই - এমন নয় যে বাড়িতে উপার্জন করার মতো আর কেউ নেই। টাকা পয়সা নিয়ে তোমাকে ভাবতে হবে না। চিন্তা কোরো না, আমি এখনও ভাল উপার্জন করতে পারি, যথেষ্ট উপার্জন করবো, তোমায় ভাবতে হবে না।"
advertisement
8/8
বাবা-মেয়ের এমন মন ছুঁয়ে যাওয়া ভিডিও ঝড় তুলেছে নেট মাধ্যমে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বাবার মেয়ের প্রতি এই সহানুভূতি প্রবণ ব্যবহার মেয়ের কাছে প্রত্যাশার চেয়ে তাঁর মানসিক সুস্থতার প্রতি মনোযোগের তারিফ করেছেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'টাকা আমি রোজগার করে নেব...', রাত ২টোয় Video কলে কান্নায় ভেঙে পড়লেন মেডিসিন পড়ুয়া! উত্তরে বাবা যা বললেন, মুহূর্তে ভাইরাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল