TRENDING:

Elephant Nature: জঙ্গলমহলের দিকে দিকে এখন হাতির তাণ্ডব, রামলাল-কালিঙ্গা-কানকাবরী কেন এইরকম নাম পেল, পিছনের কারণ দারুণ

Last Updated:
Elephant Nature: হাতির স্বভাব ও চরিত্রের উপর নির্ভর করে নাম দেওয়া হয়েছে জঙ্গলমহলে
advertisement
1/7
হাতির তাণ্ডব, রামলাল-কালিঙ্গা-কানকাবরী কেন এইরকম নাম পেল, পিছনে রইল কারণ
ঝাড়গ্রাম : কেউ শান্ত স্বভাবের কেউ আবার খুবই আক্রমণাতক। হাতির হাত থেকে নিজেদের রক্ষা করতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে গ্রামবাসীরা। হাতির স্বভাব চরিত্র ও হাতির গঠন অনুযায়ী প্রায় আট থেকে দশটি হাতির নামকরণ করা হয়েছে। এলাকায় কোন হাতি ঢুকেছে সেই হাতি এলাকায় কি ক্ষতি করতে পারে বা সেই হাতিকে এলাকা থেকে তাড়ানোর জন্য কি পদক্ষেপ গ্রহণ করা উচিত তা তারা সহজেই করতে পারছে।
advertisement
2/7
ঝাড়গ্রাম বন বিভাগের অন্তর্গত ঝাড়গ্রাম রেঞ্জের শালবনি গ্রামের বাসিন্দা শ্যামসুন্দর মাহাতো বলেন, "ঝাড়গ্রাম ও লোধাশুলি রেঞ্জের এইটুকু এলাকা এখন হাতিদের বাসস্থান হয়ে উঠেছে। একটি দুটি নয় প্রায় ৮ থেকে ১০ টি হাতি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। প্রতিনিয়ত খাবারের সন্ধানে কখনও দিনের বেলায় কখনওবা রাতের অন্ধকারে গ্রামে ঢুকে পড়ছে। মাটির ঘরবাড়ি ভেঙে চুরমার করে দিচ্ছে তার পাশাপাশি আমাদের জীবনেরও কোনও নিরাপত্তা থাকছে না।
advertisement
3/7
হাতি ঢুকলেই চাউর হয়ে যাচ্ছে এলাকায় হাতি ঢুকে পড়েছে। কিন্তু কি ধরনের হাতি তা কিন্তু আমরা কেউ জানতে পারছি না। তাই আমরা হাতির স্বভাব, চরিত্র ও আকৃতির উপর নির্ভর করে তাদের নামকরণ করেছি। ফলে আমরা সহজে বুঝতে পারছি কি ধরনের হাতি এলাকায় ঢুকেছে সে এলাকায় কোনও ক্ষতি করতে পারে না সে খাবারের সন্ধান করেই এলাকা ছেড়ে চলে যাবে। হাতি নামকরণের ফলে আমরা সহজে হাতিকে চিহ্নিত করে এলাকা ছাড়া করতে পারছি। এবং যদি কোন আক্রমণত্ব হাতি হয় তাহলে আমরা নিজেদের নিরাপদ করতে পাচ্ছি। খাবার সন্ধানে কখনওকখনওরাস্তায় গাড়ি আটকে খাবারের খোঁজ করে।
advertisement
4/7
রামলাল এর সুবিশাল চেহেরা এবং রামলাল পেছনের বাঁ পা একটু খড়িয়ে-খড়িয়ে চলে। আর রামলাদের রয়েছে মাঝারি আকারের বেশ মোটা দাঁত। কিন্তু রামলালের হানায় ৫-৬ জনের মৃত্যুও হয়েছে। তার কারণ রামলালের শুড়ের নাগালে পড়ে গেলে রক্ষা নেই কিন্তু রামলাল হঠাৎ করে আক্রমণ করে না।
advertisement
5/7
প্রেমলাল, জুরিলাল ,শ্যামলাল এই তিনটি হাতি দেখতে প্রায় একই রকম। তিনজনেই রামলালের তুলনায় আকারে একটু কম তিন জনেরই মাঝারি দাঁত রয়েছে। এই তিনটি হাতি মানুষের ভিড়, পটকা ও মশালকে ভয় করে। রামলাল এর মত এই তিনটি হাতি শান্ত স্বভাবের নয়। মাঝেমধ্যে মানুষের উপর আক্রমণ করে কখনো কখনো আবার মানুষ দেখলে তেড়ে আসে।
advertisement
6/7
এরপর রয়েছে কালিঙ্গা। কালিঙ্গার সবচেয়ে বড় দাঁত রয়েছে। এই হাতিটি শান্ত স্বভাবের হলেও মানুষ বিরক্ত করলে তাড়া করে।এরপর রয়েছে স্ত্রী হাতি। এই হাতিগুলি ছোট ছোট হাতির দল গুলিকে নেতৃত্ব দেয়। যেমন রয়েছে- কানকাবরী,ডি জে সার্জেন,লেজ ঠুঁটো মাদী বা লেজ কাটা।
advertisement
7/7
এই তিনটি হাতি আক্রমণাত্মক হাতি। কানকাবরী নামের মাদি হাতির কানে সাদা দাগ রয়েছে। তা একে গ্রামবাসীরা কানকাবরী নাম দিয়েছে। ডি জে সার্জেন নামের এই মাদি হাতিটি কাউকে আক্রমণ করলে খুব জোরে চিৎকার করে করে আক্রমণ করে। তাই এই হাতির নাম দেওয়া হয়েছে ডি জে সার্জেন। লেজ ঠুঁটো মাদী বা লেজ কাটা এই নামের মাদিহাতি কি লেজ কাটা রয়েছে। তাই এই হাতিটিকে লেজ ঠুঁটো মাদী বা লেজ কাটা হাতির নাম দেওয়া হয়েছে। Input - Buddhadev Bera
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Elephant Nature: জঙ্গলমহলের দিকে দিকে এখন হাতির তাণ্ডব, রামলাল-কালিঙ্গা-কানকাবরী কেন এইরকম নাম পেল, পিছনের কারণ দারুণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল