TRENDING:

Dream Meaning: এই স্বপ্ন আগাম ইঙ্গিত দেয় অগাধ টাকার, কীসের স্বপ্ন দেখা খুব পয়া? জানলে অবাক হবেন

Last Updated:
অনেকের বিশ্বাস, রাতের প্রথম দিকে স্বপ্ন দেখলে এক বছর পর তার ফল মেলে। আবার অনেকের মতে, ভাল স্বপ্ন দেখলে তা নাকি কাউকে বলতে নেই,আবার খারাপ স্বপ্ন নাকি বলে দিতে হয়। স্বপ্নশাস্ত্র অনুসারে, এমন ৫ টি স্বপ্ন আছে, যা দেখা অত্যন্ত শুভ। এই স্বপ্নগুলি দেখা মানে আপনার খারাপ দিন শেষ হতে চলেছে, সামনেই সুসময়। কোন কোন স্বপ্ন দেখা খুব শুভ?
advertisement
1/7
এই স্বপ্ন আগাম ইঙ্গিত দেয় অগাধ টাকার, কীসের স্বপ্ন দেখা খুব পয়া? জানলে অবাক হবেন
আমরা সবাই-ই কমবেশি স্বপ্ন দেখি। স্বপ্নশাস্ত্র অনুসারে প্রতিটা স্বপ্নের আলাদা-আলাদা ব্যখ্যা আছে। কিছু স্বপ্ন শুভ, কিছু স্বপ্ন অশুভ। স্বপ্ন নিয়ে নানা ধারণাও প্রচলিত। অনেকে মানেন, ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়!
advertisement
2/7
অনেকের বিশ্বাস, রাতের প্রথম দিকে স্বপ্ন দেখলে এক বছর পর তার ফল মেলে। আবার অনেকের মতে, ভাল স্বপ্ন দেখলে তা নাকি কাউকে বলতে নেই,আবার খারাপ স্বপ্ন নাকি বলে দিতে হয়। স্বপ্নশাস্ত্র অনুসারে, এমন ৫ টি স্বপ্ন আছে, যা দেখা অত্যন্ত শুভ। এই স্বপ্নগুলি দেখা মানে আপনার খারাপ দিন শেষ হতে চলেছে, সামনেই সুসময়। কোন কোন স্বপ্ন দেখা খুব শুভ?
advertisement
3/7
ঝর্ণা বা জলপ্রপাতের স্বপ্ন-- ঝর্ণার স্বপ্ন দেখা খুব শুভ। স্বপ্নশাস্ত্র অনুসারে, এর অর্থ হল, আপনার শুসময় শুরু হতে চলেছে। সৌভাগ্যে জীবন ভরে উঠবে। কোনও স্বপ্নে নিজেকে কোনও নদী থেকে জল পান করতে দেখাও খুব শুভ। বলা হয়, আপনার ভাল সময় শুরু হতে চলেছে। সমস্ত আর্থিক সংকট কেটে গিয়ে টাকার বৃষ্টি হবে জীবনে। স্বপ্নে কোথাও থেকে জল পড়তে দেখা, নদী বা সমুদ্র দেখার অর্থ আপনার খারাপ সময় কেটে ভাল সময় আসছে খুব শীঘ্র।
advertisement
4/7
দেবতার মূর্তি-- স্বপ্নে যদি দেখেন আপনি মন্দিরে যাচ্ছেন, তার অর্থ হল আপনার চরম শুদিন আসছে। ভগবানের মূর্তি দেখাও খুব শুভ। আপনার সমস্ত আর্থিক অনটন মিটবে, যশ-প্রতিপত্তিতে জীবন ভরে উঠবে।
advertisement
5/7
ফল ভর্তি গাছ-- স্বপ্নে ফল- ভরা গাছ দেখা খুব শুভ। এর অর্থ, আপনার জীবন টাকা-যশ-প্রতিপত্তিতে ভরে উঠবে। জীবনে টাকার বৃষ্টি হবে।
advertisement
6/7
ওড়ার স্বপ্ন-- স্বপ্নে যদি নিজেকে উড়তে দেখেন বা কোনও উড়ন্ত বস্তু দেখেন, তা অত্যন্ত শুভ। এর অর্থ, আপনি সমস্ত রকমের প্রতিবন্ধকতা, বাধা বিপত্তি কাটিয়ে নিজের স্বাধীনতা অর্জন করবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে যা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। আপনার জীবনে টাকার কোনও অভাব থাকবে না।
advertisement
7/7
স্বপ্নে নিজেকে সাদা পোশাক পরা অবস্থায় দেখা-ও খুব শুভ। এর অর্থ, আপনার জীবনের দুঃখ-দুর্দশার ইতি হতে চলেছে। কিছুদিনের মধ্যেই শুভ কিছু ঘটবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Dream Meaning: এই স্বপ্ন আগাম ইঙ্গিত দেয় অগাধ টাকার, কীসের স্বপ্ন দেখা খুব পয়া? জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল