ফ্ল্যাটে কুকুরের চিৎকারে কান 'ঝালাপালা'! বলেও লাভ হয়নি, একদিন এই ব্যক্তি যা করলেন...! নড়েচড়ে বসল কর্তৃপক্ষ
- Published by:Tias Banerjee
Last Updated:
পোষা কুকুরের আওয়াজে বিরক্ত, প্রতিবাদে যা করলেন ব্যক্তি! ফ্ল্যাটের করিডোরে হেঁটে বেড়াচ্ছে এগুলো কী—ভাইরাল ভিডিও ঘিরে সাংঘাতিক কাণ্ড!
advertisement
1/9

এলাকার এক অ্যাপার্টমেন্টে পোষ্য রাখার অনুমতি নেই। তবু বহু বাসিন্দা নিয়ম ভেঙে কুকুর-বিড়াল পুষছেন। এতে ফ্ল্যাটজুড়ে শব্দদূষণ ও দুর্গন্ধ ছড়ায়। এক প্রতিবেশী বহুদিন ধরে কুকুরের চিৎকার ও গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েন। বহুবার অভিযোগ জানানোর পরও কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তিনি। এর পর যা হল, কল্পনাও করতে পারবেন না! (Representative image: AI)
advertisement
2/9
বিশ্বের বহু জায়গায় এমন অনেক মানুষ রয়েছেন, যারা নিয়ম-কানুনের তোয়াক্কা করেন না। তবে কখনও কখনও এমনও হয়, তাঁদের সামনে এমন কেউ এসে দাঁড়ায়, যে পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে, তখন ভুল বুঝতে বাধ্য হন তাঁরা। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সম্প্রতি। (Representative image: AI)
advertisement
3/9
পর্দার আড়ালে জমে ওঠা বিরক্তি, অভিযোগ আর অবহেলার ফল কী ভাবে রূপ নিল এমন ভয়াবহ এক প্রতিবাদে—তা জানলে রীতিমতো শিহরিত হবেন। নিয়মের নামে অবহেলা আর নৈরাজ্যের বৃত্তে ঢুকে কী ভাবে ফুঁসে উঠল এক প্রতিবেশীর নিরব ঘুমভাঙা রাগ, তার জবাব লুকিয়ে রয়েছে এই ভাইরাল ভিডিওর রহস্যে! (Representative image: AI)
advertisement
4/9
বহুতলের করিডরে আচমকা দেখা গেল দু’টি বিশাল সাপ চুপচাপ হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ যেন কোনও অদৃশ্য বন অন্ধকারে প্রবেশ করেছে শহরের কংক্রিটে বাঁধানো দালানের গায়ে। কে বা কারা ছাড়ল এই সাপ? (Representative image: AI)
advertisement
5/9
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায়। কেউ মজা পান, কেউ আতঙ্কিত হন। বহু বাসিন্দা বলেন, তাঁদের দীর্ঘদিনের অভিযোগ উপেক্ষিত হয়েছিল। একজন বলেন, “ম্যানেজমেন্ট যদি শুধু সাপওয়ালাকে শাস্তি দেয় আর কুকুরওয়ালাকে না দেয়, তবে পরের বার সাপ ঢুকবে অফিসেই।” (Representative image: AI)
advertisement
6/9
ফ্ল্যাটের ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ করেও কোনও সুরাহা না পেয়ে ১৯ মে ওই ব্যক্তি ভয়ঙ্কর প্রতিবাদ করেন। তিনি ফ্ল্যাটের করিডরে ছেড়ে দেন দুই বিশাল সাপ—প্রায় তিন মিটার লম্বা। পরে একটি ভিডিওতে দেখা যায়, কালো ও বাদামি রঙের দুটি সাপ টাইলসের উপর দিয়ে হেঁটে একটি দরজার কাছে গিয়ে পাক খেয়ে বসে আছে। (Representative image: AI)
advertisement
7/9
শেষ পর্যন্ত হইচইয়ের মুখে নড়ে বসে ফ্ল্যাট কর্তৃপক্ষ। কুকুরের মালিককে ১০,০০০ বাথ (প্রায় ২২,০০০ টাকা) জরিমানা করে কুকুর সরাতে বলা হয়। সাপ ছাড়ার অপরাধে সেই প্রতিবাদকারীকেও সতর্ক করে জরিমানা করা হয়, যদিও তার পরিমাণ প্রকাশ করা হয়নি। পরে ফ্ল্যাট কর্তৃপক্ষ সকলকে জানিয়ে দেয়, কেউ পোষ্য রাখতে পারবেন না। (Representative image: AI)
advertisement
8/9
জানা গিয়েছে, ব্যাংককের রাতচাদা এলাকার এই ফ্ল্যাটে হাজার হাজার মানুষ থাকেন। ম্যানেজমেন্টের অফিস উপরের তলায় থাকায় তারা শুরুতে পোষ্যের প্রমাণ পাননি। তবে এখন থেকে নিয়ম কঠোরভাবে কার্যকর করার কথা বলছে তারা। এই ঘটনার পর থাইল্যান্ডে ফ্ল্যাটে পোষ্য রাখার নিয়ম নিয়ে নতুন নির্দেশিকা আসছে বলে জানা গিয়েছে। তাতে পোষ্যের সংখ্যা নির্ধারিত থাকবে এবং রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। (Representative image: AI)
advertisement
9/9
এই ঘটনা দেখিয়ে দেয়—নিয়ম ভাঙা ও অভিযোগ উপেক্ষা করলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। কেউ কেউ ওই প্রতিবাদকারীকে সমর্থন করেছেন, কারণ তাঁদের দীর্ঘদিনের অভিযোগ শোনা হয়নি। আবার অনেকে এই পদক্ষেপকে বিপজ্জনক বলেই মনে করছেন, কারণ সাপ নিয়ে মানুষের মধ্যে স্বাভাবিক ভয় কাজ করে। এই ঘটনা দেখিয়ে দেয়, প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও নিয়ম মানা কতটা প্রয়োজন। (Representative image: AI)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ফ্ল্যাটে কুকুরের চিৎকারে কান 'ঝালাপালা'! বলেও লাভ হয়নি, একদিন এই ব্যক্তি যা করলেন...! নড়েচড়ে বসল কর্তৃপক্ষ