TRENDING:

ডিভোর্স বাড়ছে পাখিদের! সংসার ভাঙছে পরকীয়ায়! এই রিপোর্ট অবাক করে দেবে

Last Updated:
Birds divorce: মানুষের মতোই সমস্যা পাখিদের সংসারে। ভাঙছে স্বামী-স্ত্রীর সম্পর্ক।
advertisement
1/7
ডিভোর্স বাড়ছে পাখিদের! সংসার ভাঙছে পরকীয়ায়! এই রিপোর্ট অবাক করে দেবে
মানুষের মতোই সমস্যা তাদেরও। পাখিদের মধ্যে বাড়ছে ডিভোর্সের প্রবণতা। বাড়ছে পরকীয়া। মানসিক অবসাদ।
advertisement
2/7
রয়্যাল সোসাইটির জার্নাল ‘দ্য প্রসিডিংস’ জানাচ্ছে, পাখিদের সংসার ভাঙার প্রবণতা বেড়েছে। বাড়ছে স্বামী-স্ত্রীর ঝামেলা।
advertisement
3/7
অবাক করা এই রিপোর্ট আসলে ভয় ধরানোর মতো। কারণ পাখিদের সমাজের এই সমস্যা আখেরে প্রকৃতির বড় ক্ষতি করতে পারে।
advertisement
4/7
চিন ও জার্মানির বিজ্ঞানীরা গত কয়েকদিনে প্রায় আড়াইশো পাখি-দম্পতির বিচ্ছেদ দেখেছেন। যা তাদের রীতিমতো আতঙ্কিত করেছে।
advertisement
5/7
বিজ্ঞানীদের দাবি, সাধারণত পরিযায়ী পাখিদের ডিভোর্সের সংখ্যা বেশি। কারণ সঙ্গী বা সঙ্গীনি দূরে গিয়ে আর ফিরছে না। সেখানেই অন্য সঙ্গীকে নিয়ে সংসার করছে।
advertisement
6/7
সাধারণত স্ত্রী ও পুরুষ পাখিরা প্রথম সন্তান হওয়া পর্যন্ত একসঙ্গেই থাকে। তবে এখন সেটা আর হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে। স্ত্রী বা স্বামী, যে কোনও একজন পরকীয়ায় জড়াচ্ছে। ফলে সংসার ভাঙছে। আবার বহু পাখি মানসিক অবসাদেও ভুগছে।
advertisement
7/7
পাখিদের এই সমস্যাকে মোটেও খাটো করে দেখছেন না বিজ্ঞানীরা। তাঁদের দাবি, পাখিদের এই সমস্যা অদূর ভবিষ্যতে প্রকৃতির উপর ভয়ানক প্রভাব ফেলতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ডিভোর্স বাড়ছে পাখিদের! সংসার ভাঙছে পরকীয়ায়! এই রিপোর্ট অবাক করে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল