Age Limit for Drinking Alcohol: কত বয়স থেকে কিনতে পারেন মদ, আর কারাই বা মদ খেতে পারে, কোনও নিয়মই নেই...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মদ খাওয়ার কোনও বয়স সীমা নেই পৃথিবীর বেশ কয়েকটি দেশে৷ মানে যে কেউ চাইলেই কিনতে ও খেতে পারে...
advertisement
1/9

#কলকাতা: আর্মেনিয়ায় মদ খাওয়ার কোনও বয়স সীমা নেই৷ বা এই সংক্রান্ত কোনও আইনও নেই৷ ফলে এখানে যে কেউ মদ কিনে খেতে পারে৷ এই দেশ এশিয়া ও ইউরোপের মধ্যে স্থিত৷ আগে এই দেশ সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ছিল৷ (Photo-shutterstock )
advertisement
2/9
বুলগেরিয়াতে নিজেদের কোনও আইন নেই মদ খাওয়ার৷ তবে মদ কিনবে যারা তাদের বয়স যেন ১৮ বছরের কম না হয়৷ কিন্তু আপনি যদি বয়স্ক কাউকে নিয়ে যান তাহলে আপনার জন্য মদ পাওয়া কোনও অসুবিধা হবে না৷ কারণ মদ খাওয়ার ক্ষেত্রে কোনও বয়স সীমা নেই৷ (Photo-shutterstock )
advertisement
3/9
ডেনমার্কে মদ খাওয়ার জন্য বয়স সীমা নিয়ে কোনও নিয়ম নেই৷ আপনি সুপারমার্কেটে শুধুমাত্র ১৬.৫% -র চেয়ে কম অ্যালকোহল থাকা মদ , বিয়ার এসব কিনতে পারেন৷ যদি আপনার বয়স ১৬ বছরের কম হয় তাহলে পাবলিক প্লেসে আপনাকে মদ দেওয়া হবে না৷ এর জন্য আপনার বয়স ১৮ হতে হবে৷ (Photo-shutterstock )
advertisement
4/9
ম্যাকাউতে মদ খাওয়ায় কোনও কিছু নিষিদ্ধ নেই৷ এরা এখনও চিনের অধীনে থাকলেও আইনকানুন এখন নিজেদের মতো পরিচালন করে৷ এখানে মদ কেনার কোনও বয়স নেই৷ (Photo-shutterstock )
advertisement
5/9
নরওয়েতে আইনগত ভাবে মদ কেনার জন্য আপনার বয়স ১৮ বছর হতে হয়৷ কিন্তু মদ খাওয়ার জন্য কোনও বয়সসীমা নেই৷ যদি ২২ % অ্যালকোহল থাকে তাহলে ক্রেতার বয়স ২০ বছরের বেশি হতে হবে৷ (Photo-shutterstock )
advertisement
6/9
ভিয়েতনাম খুব সুন্দর দেশ৷ পর্যটকদের জন্য এটা একটা স্বপ্নের মত৷ এখানে যে কেউ মদ খেতে পারে৷ মদ খাওয়ার জন্য কোনও আইন করে বয়স সীমা নেই৷ সঙ্গে আরও একটা জরুরি কথা পাব বন্ধ হওয়ারও এখানে কোনও সময় সীমা নেই৷ এখানে সব সময় পাব খোলা থাকে৷ (Photo-shutterstock )
advertisement
7/9
বেলজিয়ামে বিয়ার কেনার আপনার বয়স ১৬ বছর হতে হবে৷ কিন্তু এটা পন করার কোনও বয়স সীমা নেই৷ আপনি বার ও পাব ছাড়া কোনও প্রকাশ্য রাস্তায় মদ খেতে পারবেন না৷ (Photo-shutterstock )
advertisement
8/9
গ্রিসে মদ খাওয়ার এবং কেনার কোনও বয়স নেই৷ এখানের মানুষ সব সময় পার্টি করা পছন্দ করেন৷ (Photo-shutterstock )
advertisement
9/9
জামাইকা ক্যারিবিয়ান দেশ৷ এদেক খেলা ও মদ একসঙ্গে চলে৷ সারা পৃথিবীতে বহু মহান ক্রীড়াবিদদের জন্ম দিয়েছে এই দেশ৷ এখানে মদ কেনার বয়স ১৮ বছর কিন্তু মদ খাওয়ার জন্য নূন্যতম কোনও বয়স সীমা নেই৷ (Photo-AP )
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Age Limit for Drinking Alcohol: কত বয়স থেকে কিনতে পারেন মদ, আর কারাই বা মদ খেতে পারে, কোনও নিয়মই নেই...