TRENDING:

Top Best Universities: বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের কোনটি? নামটা জানলে চমকে যাবেন!

Last Updated:
QS World University Rankings Asia 2025 : QS তার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে এশিয়া ২০২৫-এর তালিকাও।
advertisement
1/9
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের কোনটি? নামটা জানলে চমকে যাবেন!
পুরো নাম Quacquarelli Symonds। সংক্ষেপে QS। উচ্চ শিক্ষার মান বিশ্লেষণ করে থাকে এই সংস্থা। প্রধান কার্যালয় তার লন্ডনে। অবশ্য ইউরোপ, এশিয়া এবং আমেরিকাতেও শাখা আছে।
advertisement
2/9
প্রতি বছর তারা মহাদেশের ভিত্তিতে একটা বিশ্ববিদ্যালয়গুলোর গুণমান সংক্রান্ত পরিসংখ্যান তালিকা পেশ করে থাকে। যাতে সুবিস্তৃত পরিসরে শিক্ষার্থীরা সঠিক দিশা পায়, স্থির করতে পারে কোথায় গেলে তাদের পড়াশোনার লক্ষ্য পূর্ণ মাত্রায় অর্জিত হতে পারে। বলাই বাহুল্য, চাকরির জগতেও এর প্রভাব পড়ে। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। দেখে নেওয়া যাক সেই তালিকা।
advertisement
3/9
QS তার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে এশিয়া ২০২৫-এর তালিকাও। ২০২৫- কেন না এই বার্ষিক ভিত্তির পরিমাপ শিক্ষাবর্ষ ধরে। যাই হোক, QS দ্বারা বিশ্ববিদ্যালয়গুলোর যে র‍্যাঙ্কিং প্রকাশ্যে এসেছে, তাতে এশিয়া থেকে মোট ২২টি ভারতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
4/9
এশিয়ার মোট ৯৮৪টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় অন্তর্ভুক্ত, যার মধ্যে ২২টি বিশ্ববিদ্যালয় ভারতের। এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়। ভারতের আইটিআই দিল্লি এর শীর্ষে রয়েছে। জেনে নেওয়া যাক প্রতিবেশী দেশ পাকিস্তানেরও কোন ইউনিভার্সিটি এই তালিকায় জায়গা পেয়েছে।
advertisement
5/9
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লি (IITD) ৪৪তম অবস্থানে ভারতে তালিকার শীর্ষে রয়েছে। তারপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বম্বে (IITB) ৪৮তম এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মাদ্রাজ (IITM) ৫৬তম স্থানে রয়েছে৷ এই তালিকায় দেশের শীর্ষ ৩ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এরা।
advertisement
6/9
Quacquarelli Symonds ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০-এর মধ্যে রয়েছে ৬টি ভারতীয় বিশ্ববিদ্যালয়: (AYA 2025), ১) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লি - ৪৪ র‍্যাঙ্ক, ২) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বম্বে - ৪৮ র‍্যাঙ্ক
advertisement
7/9
৩) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মাদ্রাজ - ৫৬ র‍্যাঙ্ক, ৪) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর - ৬০ র‍্যাঙ্ক, ৫) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স - ৬২ র‍্যাঙ্ক, ৬) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানপুর - ৬৭ র‍্যাঙ্ক
advertisement
8/9
দক্ষিণ এশীয় বিভাগের অধীনে, যার মধ্যে ভারত ও পাকিস্তানের বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লি (IITD) ৩০৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। দক্ষিণ এশিয়ার শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ে ৭টি ভারতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত।
advertisement
9/9
অন্যদিকে, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (NUST) ইসলামাবাদ, সাউথ এশিয়ান ক্যাটাগরিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানপুরের সঙ্গে ষষ্ঠ স্থানে রয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Top Best Universities: বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের কোনটি? নামটা জানলে চমকে যাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল