TRENDING:

Baro Bhuinya: বারো ভুঁইয়ার অত্যাচারে ওপার বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন, তারপর প্রবল প্রতাপে বাঁকুড়ায় জমিদারি, আর আজ শুধুই ইতিহাস

Last Updated:
পরিবারের সদস্য দুলাল চৌধুরী বলেন, ওপার বাংলা থেকে এসে বাঁকুড়ায় জমিদারির পত্তন করেন তাদের পূর্ব পুরুষ।
advertisement
1/6
বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন, তারপর প্রবল প্রতাপে বাঁকুড়ায় জমিদারি, আর আজ নেই
প্রায় ৪০০ বছর আগে বারো ভূঁইয়ার অত্যাচারে বাংলাদেশ থেকে প্রতাপ আদিত্যের বংশধররা আসেন বাঁকুড়া জেলায়।
advertisement
2/6
স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের যশোর থেকে অত্যাচারিত হয়ে তারা চলে আসেন এপার বাংলায়। অবস্থান করেন বর্তমান সময়ের বাঁকুড়া জেলার ওন্দার দামোদরবাটি গ্রামের পশ্চিমের জঙ্গলে।
advertisement
3/6
সেই সময় বিষ্ণুপুরের রাজা অম্বিকানগর যেতেন দামোদরবাটি গ্রামের উপর দিয়ে। রাজার অনুদনেই শুরু হয় জমিদারি।
advertisement
4/6
বিষ্ণুপুরের রাজা ১৪ টি মৌজা দান করেন তাদের এবং উপাধি দেন চৌধুরী। তখন থেকেই শুরু চৌধুরী রাজবাড়ির। প্রতিষ্ঠিত হয় মা মৃন্ময়ীর মন্দির।
advertisement
5/6
দেখা যাবে পুরানো রাজবাড়ির ধ্বংসাবশেষ। সেই ধ্বংসাবশেষের আড়ালে যেন আটকে রয়েছে কত না বলার ইতিহাস কত না বলা গল্প।
advertisement
6/6
পরিবারের সদস্য বলেন, "এখানে আসুন! রাজ পরিবারের বংশধরদের মুখেই শুনতে পারবেন রাজবাড়ির এবং মামৃন্ময়ী ইতিহাস।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Baro Bhuinya: বারো ভুঁইয়ার অত্যাচারে ওপার বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন, তারপর প্রবল প্রতাপে বাঁকুড়ায় জমিদারি, আর আজ শুধুই ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল