TRENDING:

Bangladesh News: মেরে ফেলা হবে চিন্ময়কৃষ্ণ দাসকে! বাংলাদেশের অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ! যা অভিযোগ উঠল, শিউরে ওঠার মতো

Last Updated:
Bangladesh News: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন খারিজের প্রতিবাদে সরব হয়েছে সনাতনী সংসদ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী সুশান্ত দাশগুপ্ত, মানবাধিকার কর্মী সিতাংশু গুহ, কানাডার প্রবাসী অরুণ দত্ত, বিট্রিশ লেবার পার্টির কাউন্সিলর মানবাধিকার কর্মী পুষ্পিতা গুপ্ত।
advertisement
1/7
'মেরে ফেলা হবে চিন্ময়কৃষ্ণ দাসকে! বাংলাদেশের অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ!'
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথাতে সায় দিল সনাতনী সংসদ। বাংলাদেশে লাগাতার সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রেক্ষিতে এবার শান্তিরক্ষা বাহিনী চাইছে বাংলাদেশি সংখ্যালঘুরা।
advertisement
2/7
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন খারিজের প্রতিবাদে সরব হয়েছে সনাতনী সংসদ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী সুশান্ত দাশগুপ্ত, মানবাধিকার কর্মী সিতাংশু গুহ, কানাডার প্রবাসী অরুণ দত্ত, বিট্রিশ লেবার পার্টির কাউন্সিলর মানবাধিকার কর্মী পুষ্পিতা গুপ্ত। তাঁরা সকলেই সমস্বরে অভিযোগ তোলেন, বাংলাদেশে হিন্দুদের অবস্থা আরও খারাপ থেকে খারাপতর হচ্ছে। জেহাদিদের আক্রমণে বাংলাদেশ আক্রান্ত। চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে। তাঁর আইনজীবীকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে৷
advertisement
3/7
তাঁরা অভিযোগ তোলেন, বাংলাদেশ পুরোপুরি পাকিস্তান হয়ে উঠছে মহম্মদ ইউনূসের আমলে। বলা চলে পাকিস্তানের চেয়েও খারাপ অবস্থা হবে বাংলাদেশের।
advertisement
4/7
তাঁরা দাবি তোলেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা দিতে শান্তিরক্ষা বাহিনী মতায়েন করতে হবে৷ যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হিন্দু-অধ্যুষিত অঞ্চলে সুরক্ষা প্রদান করতে হবে।
advertisement
5/7
বাংলাদেশের মানবাধিকার কর্মী তথা সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত আবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন খারিজ প্রসঙ্গে বলেন, ''চিন্ময় কৃষ্ণ দাসকে মেরেও ফেলতে পারে, এটা অসম্ভব কিছু না। বাংলাদেশে আওয়ামী লিগের উচ্চস্তরের নেতাদের অবস্থা খারাপ। নিম্নস্তরের কর্মীরা এখনও শক্তিশালী। নতুন আওয়ামী লিগ দরকার৷ বাংলাদেশ এখন মিনি পাকিস্তান হয়ে গিয়েছে।''
advertisement
6/7
এদিকে, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, ''বাংলাদেশের একের পর এক জঙ্গি, যারা কুড়ি বছর বা তার বেশি সাজা প্রাপ্ত তারাও ছাড়া পেয়ে যাচ্ছে। অথচ কেন জেলে কাটাতে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে? গোটা বিষয়টা খুব হতাশাজনক। একজন সাধু সন্ন্যাসী প্রায় ৪০ দিন হয়ে গেছে, তাকে জেলে আটকে রাখা হয়েছে। আমরা সবাই জানি যে, ওঁর বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তার কোনও ভিত্তি নেই। ওখানকার আইনজীবীদের মুখে শুনেছি, যদি কোর্টে ঠিকভাবে আলোচনা হয়, তাহলে এই মামলা কিন্তু কোনও ভাবেই টিকবে না।''
advertisement
7/7
তিনি আরও অভিযোগ করেন, ''আইনজীবীদের থ্রেট দেওয়া হচ্ছে। অনেকে মনে করছেন, চিন্ময় কৃষ্ণ দাসের আজীবন কারাবাসও হতে পারে। এমন কথা আমরা শুনছি। এটা গোটা বিশ্বের সবাই দেখছে। আফগানিস্তান পাকিস্তানের মতো অবস্থা হয়েছে বাংলাদেশে। আগে পাকিস্তানে কত বড় করে দশেরা হত, বিজনেস হাউসের বড় বড় প্রতিষ্ঠান হিন্দুদের ছিল। এখন সেখানে এক শতাংশও হিন্দু নেই।''
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bangladesh News: মেরে ফেলা হবে চিন্ময়কৃষ্ণ দাসকে! বাংলাদেশের অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ! যা অভিযোগ উঠল, শিউরে ওঠার মতো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল